রাজ্যের খবর
লোকসভা নির্বাচনের আগেই রূপনারায়ানপুর ও আল্লাড মোড়ে পুলিশের নাকা তল্লাশি
Before the Lok Sabha elections, the police conducted nose searches at Rupnarayanpur and Allad Junction

The Truth OF Bengal : সামনেই লোকসভা নির্বাচন । তাই এলাকায় বহিরাগতদের আনাগোনা নিয় সক্রিয় ভূমিকা পালন করছে রূপনারায়ণ থানার পুলিশ । বুধবার সকাল থেকেই রূপনারায়ানপুর ও আল্লাডি মোড়ে পুলিশের আচমকা নাকা তল্লাশি শুরু করে ।
এই নাকা তল্লাশিতে হেলমেট বিহীন মোটর সাইকেল এবং দুজন আরোহী নিয়ে মোটর সাইকেল চালকদের পুলিশ আটক করে । এরপর ঝড়খান্ড থেকে আগত মোটরসাইকেল গুলির কাগজপত্র পুলিশ দেখতে চাইলে কিছু জন সেই কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এরপর তাদের রূপনারায়নপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় । এবং তাদের থেকে ফাইন ও নেওয়া হয় ।
নারায়নপুর শাড়ির আধিকারিক নাসরিন সুলতানা নিজে এই তল্লাশিতে উপস্থিত ছিলেন । এদিন তিনি রাস্তায় মোটর সাইকেল চালকদের হেলমেট পরে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেন। পুলিশের এই তল্লাশিতে খুশি এলাকার মানুষজন।
Free Access