রাজ্যের খবর

সম্পত্তি নিয়ে বিবাদের জের! ধারালো অস্ত্র দিয়ে দিদিকে কোপাল ভাই, চাঞ্চল্য এলাকায়

Because of the property dispute! Didi Kopal bhai with sharp weapons, Chanchalya area

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : বাবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে ধারালো অস্ত্রের কোপে ভাইয়ের হাতে খুন হলো দিদি। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি শনিবার নদীয়ার চাপরা থানার আড়ং সরিষা গ্রামের।

পরিবার সূত্রে জানা গেছে, বাবার সম্পত্তি ভাগাভাগি করতে গিয়ে দিদির সাথে বচসা, এরপরেই ভাই শহিদুল দিদি মনি ঘটক কে ধারালো কাস্তে দিয়ে এলোপাতাড়ি কোপ মারে। ফলে ঘটনাস্থলেই রক্তাত্ত্ব অবস্থায় লুটিয়ে পড়ে মহিলা। স্থানীয়রা তড়িঘড়ি নিয়ে যায় চাপড়া গ্রামীণ হাসপাতালে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। যদিও অভিযুক্ত ভাই শহিদুল ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। অন্যদিকে শহিদুলের খোঁজে তল্লাশি চালাচ্ছে চাপড়া থানার পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Related Articles