রাজ্যের খবর

ঘূর্ণিঝড় ‘দানা’র জের! শালিমার স্টেশনে ট্রেনের চাকায় পড়ল চেন তালা

Because of the cyclone 'Dana'! The chain lock fell on the wheels of the train at Shalimar station

Truth Of Bengal: দেবাশীষ গুছাইত, হাওড়া: পুজোর পরই বঙ্গের আকাশে দুর্যোগের ছায়া নেমে এসেছে। আলোর উৎসবের মাঝেই ‘দানা’র মত ঘূর্ণিঝড় আসছে তার পূর্বাভাস দিয়েছিল হওয়া অফিস।

যত সময় যাচ্ছে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড়। তার প্রভাব কতটা মারাত্মক হবে আঁচ করতে পেরেই আগেভাগে ট্রেনের চাকায় চেন তালা। বুধবার এমনটাই  দেখা গেলো শালিমার স্টেশনের রেল ইয়ার্ডে। দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা জানান ঝড়ের দাপটে দাঁড়িয়ে থাকা বগি গড়িয়ে গিয়ে দূর্ঘটনা ঘটতে পারে। রেলের সম্পত্তির ক্ষতি হতে পারে।

সেকারণে বগিগুলোর চাকা চেন তালা দিয়ে বেঁধে দেওয়া হয়। এর আগে আমফান এর মত ঘূর্ণিঝড় দেখেছে পূর্বের ঘটনা থেকেই শালিমার স্টেশনের আধিকারিকরা আগেভাগেই সাবধানতা নিতে দেখা গেলো। এছাড়া হেল্প ডেক্স রেলের তরফ থেকে করা হয়েছে।

Related Articles