উদ্ধার ৫০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ, আটক ২
Barmatic wood worth 50 lakh rupees recovered, 2 detained

The Truth Of Bengal : শিলিগুড়ি মহকুমার গোঁসাইপুর এলাকা থেকে ৫০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ সহ দুজনকে গ্রেফতার করল বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। ফের একবার বড়সড় সাফল্য পেল বনদপ্তর। সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের গোঁসাইপুর এলাকায় অভিযান চালায় বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়ার নেতত্বের বনকর্মীরা।
এরপর সেখানে একটি কন্টেনার আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বার্মা টিক কাঠ। এই ঘটনায় কন্টেনারের চালক ও খালাসিকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতদের নাম মহম্মদ শহরুদ্দীন ও মহম্মদ নসিম। ধৃত দুজনেই রাজস্থানের বাসিন্দা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ওই কন্টেনার থেকে ৫০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ উদ্ধার হয়েছে। এবং বার্মা টিক কাঠ অসম থেকে দিল্লিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা বনদপ্তর।
FREE ACCESS