বাঁকুড়ায় মৃত তিন শিশুর পরিবারকে নিয়ে দিল্লি চললো তৃণমূলের নেতৃত্ব, তোপ দাগলেন সৌমিত্র
দুদিনের প্রতিবাদ, অবস্থান বিক্ষোভ মঞ্চে তাঁদের কথা তুলে ধরা হবে

The Truth of Bengal: প্রবল বৃষ্টিতে বাঁকুড়ায় কাঁচা বাড়ির দেওয়াল ধসে শনিবারই মৃত্যু হয়েছে তিন শিশুর। আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। রবিবার, মৃত তিন শিশুর পরিবারের সঙ্গে দেকা করেন, তৃণমূল নেতা শান্তনু সেন এবং সায়ন্তীকা ব্যানার্জি। তাঁরা তিন শিশুর পরিবারকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেন।
দলীয় সূত্রের খবর, কাঁচা বাড়ির দেওয়াল চাপা পড়ে তিন শিশুর মৃত্যুর ঘটনা শোনার পরেই শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছে ওই তিন পরিবারকে যেন দিল্লিতে নিয়ে যাওয়া হয়। দুদিনের প্রতিবাদ অবস্থান বিক্ষোভ মঞ্চে তাঁদের কথা তুলে ধরা হবে। কেন্দ্রকে বার্তা দেওয়া হবে, আবাস যোজনার টাকা কেন্দ্র বন্ধ রেখেছে বলেই, অকালে তিনটি শিশুকে দেওয়াল চাপা পড়ে মরতে হয়েছে।
সাংসদ শান্তনু সেনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেন্দ্র সরকার এ রাজ্যে আবাস যোজনার টাকা আটকে রেখেছে। রাজ্যের ১১ লক্ষের বেশী আবাসের বাড়ির তালিকা পোর্টালে আপলোড করা হয়েছিল। এই বাড়ির জন্য প্রথম কিস্তির ৮২০০ কোটি কেন্দ্র সরকার দেয়নি। এই ঘটনার পর পাল্টা তোপ দেগেছেন, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। তাঁর দাবি, যে পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে, গত পনেরো বছর সেখানে ক্ষমতায় রয়েছে তৃণমূল। কেন তারা এতোদিন বাড়ি তৈরি করেনি। এবং আবাস যোজনার টাকা যে খরচ হয়েছে, তার হিসেব কেন দেওয়া হয়নি? শান্তনু সেন এবং সায়ন্তীকা ব্যানার্জি বর্গিদের মতো এসে, তিন শিশুর পরিবারকে তুলে নিয়ে গেছে। এটা রাজনীতি করছে। মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে।
free access