রাজ্যের খবর

মা দুর্গার প্রতিমা সহ এক অভিনব খুঁটি পুজো বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের

Bangaon Pratapgarh Sporting Club has a fancy pole puja with an idol of Maa Durga.

The Truth Of Bengal: অভিনব খুঁটি পুজোর মধ্যে দিয়ে বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব সূচনা করল আসন্ন দুর্গোৎসবের।তাদের ৬৯ তম বর্ষ খুঁটি পুজো কে ঘিরে এদিন ব্যাপক উন্মাদনা দেখা যায় ক্লাব সদস্য সদস্যদের মধ্যে। এদিনের খুঁটি পুজো উপলক্ষ্যে মহিলা ঢাকি সহ মা দুর্গার প্রতিমা দিয়ে খুঁটি পুজো সম্পূর্ণ হয়।

পাশাপাশি, ঢাকের তালে নাচে মেতে উঠেন ক্লাব সদস্যরা। খুঁটিপুজো উপলক্ষ্যে নানা ধরনের সংস্কৃতিক নৃত্য পরিবেশন করেন ক্লাব সদস্যরা।ক্লাব সংগঠনের সম্পাদক অতনু দাস জানান ,”প্রতি বছরের মতো এবছরও আমরা খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গোৎসবের শুভ সূচনা করলাম। মহিলা ঢাকি সহ আমাদের খুঁটি পুজো সম্পূর্ণ হল এ বছর আমাদের ৬৯ তম বর্ষ। আর এ বছর আমাদের থিম “কোমল গান্ধার”।

আমরা আশা করছি বনগাঁ বাসিকে নতুন কিছু উপহার দিতে পারব।”পাশাপাশি ,মন্ডপ শয্যাশিল্পী রাজু দে জানান ,”হিমাচল প্রদেশের যে কাংরা শিল্প আছে, সেই শিল্পীর বিশেষত্ব বিভিন্ন রাগ রাগিনী তুলে ধরব আমরা এই মন্ডপে। সেই রাগিনী রাগ তুলে ধরব।আলো আঁধারীর একটা খেলা থাকবে। আশা করছি দর্শকদের মন ভরে যাবে।”

Related Articles