
The Truth of Bengal: বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল এক গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিতে। মৃতের নাম দীপা পাল (৩১)। মৃতার স্বামী অক্ষয় পালকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পরনে নাইটি, মেঝেতে পড়ে রয়েছে দেহ, চারপাশ রক্তে ভেসে যাচ্ছে, হাত, মুখ মারা হয়েছে একাধিক ধারালো অস্ত্রের কোপ। ঘরের অবস্থা প্রায় লন্ডভন্ড। আপাত দৃষ্টিতে ঘরের দৃশ্য দেখে বোঝাই যাচ্ছে, মহিলার সঙ্গে আততায়ীর বেশ জোরালো ধস্তাধস্তি হয়েছে। এই চিত্র হাওড়ার বালির একটি পাড়ায়।
স্থানীয় সূত্রের খবর, দীপা পালের স্বামীর নাম অক্ষয় পাল। কলকাতায় একটি রেস্তরাঁয় কাজ করেন। প্রতিদিন সকালে বেরিয়ে যান এবং রাতে ফেরেন। বাড়িতে একাই থাকতেন ওই মহিলা। এদিকে অক্ষয়ের দাবি, রোজ সকালে বেরিয়ে যাওয়ার পর, সেভাবে সারাদিনে কথা হত না স্ত্রীয়ের সঙ্গে, সোমবার রাতে বাড়ি ফেরার পর তিনি দেখেন, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁর স্ত্রী। কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে পালিয়েছে। তাঁরই চিৎকারে স্থানীয়রা জড়ো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপা পালের দ্বিতীয় স্বামী হলেন অক্ষয়। এর আগের পক্ষের স্বামীর তিনটি সন্তানও রয়েছে। তবে দীর্ঘদিন ধরে দীপা অক্ষয়ের সঙ্গে থাকতেন। দীপাকে কে বা কারা খুন করল, তা নিয়ে নানা রহস্য দানা বেঁধেছে। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে।