রাজ্যের খবর

বদলার বিজয় উৎসব নদিয়ায়, জাতীয় পতাকা হাতে সীমান্তে উল্লাস

Badla Victory Festival in Nadia, National Flag in Hand, Rejoicing at Border

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: কাশ্মীরের সাম্প্রতিক জঙ্গি হানায় হিন্দু সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং তার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনার জবাবি অভিযানে সারা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ওই ঘটনায় কাশ্মীরে হিন্দু নারীদের সিঁদুর মুছে ফেলে জঙ্গিরা তাদের স্বামীদের হত্যা করে। এই নির্মমতার বিরুদ্ধে রুখে দাঁড়ায় ভারত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে কঠোর জবাবের নির্দেশ দেন। তাঁর স্পষ্ট বার্তা ছিল—জঙ্গি এবং তাদের মদতদাতাদের কোনওভাবেই ছেড়ে দেওয়া হবে না। এরপর গভীর রাতে পাকিস্তান অধিকৃত অঞ্চলে অভিযান চালিয়ে ভারতীয় সেনা ধ্বংস করে দেয় নটি জঙ্গি ঘাঁটি।

এই অপারেশনকে নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’, যা প্রতীকীভাবে হিন্দু নারীদের সম্মান রক্ষার প্রতিশ্রুতি বহন করে। সেনাবাহিনীর এই সাহসী অভিযানে বিপুল সংখ্যক জঙ্গির মৃত্যু হলেও ভারতীয় বাহিনী কোনও ক্ষতির মুখে পড়েনি—সব সদস্য সুস্থভাবে ফিরে এসেছেন দেশে।

এই সাফল্যে উচ্ছ্বসিত নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মানুষজন। জাতীয় পতাকা হাতে তাঁরা বিজয় উৎসবে মেতে উঠেছেন। মহিলারা বলছেন, সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী তাঁদের ‘সিঁদুরের মর্যাদা’ ফিরিয়ে দিয়েছেন।

সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। এই পাল্টা জবাবে সীমান্তবাসীর মধ্যে নতুন করে সাহস, আত্মবিশ্বাস ও জাতীয় গর্ব অনুভূত হচ্ছে। তাঁদের মতে, পাকিস্তান যদি আবারও এমন হামলা চালায়, তবে তাকে আন্তর্জাতিকভাবে ‘জঙ্গি রাষ্ট্র’ ঘোষণা করে তার মানচিত্র থেকেই মুছে দেওয়া উচিত।

Related Articles