Lok Sabha Election 2024: ‘বা* ছিঁড়ে তাল গাছে তুলে দেওয়া হবে, বিজেপি প্রার্থী অসীম সরকারের অশ্লীল ভাষার ভিডিয়ো ভাইরাল
Lok Sabha Election 2024: 'Ba* will be torn and handed over to palm tree, BJP candidate Asim Sarkar's vulgar language video goes viral

The Truth Of Bengal: জোরদার প্রচার শুরু হতেই বিজেপি নেতাদের কুকথার ফোয়ারা ছুটতে শুরু করেছে। হুঁশিয়ারি, হুমকি এসব এখন পুরনো হয়েছে। এবার অশ্লীল শব্দ ব্যবহার করে গালিগালাজ করতে দেখা গেল হরিণঘাটার বিধায়ক তথা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারকে। যিনি আবার কবিয়াল হিসেবে পরিচিত। চলন্ত গাড়িতে দেওয়া তাঁর সেই গালাগালি ভাইরাল হয়েছে (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি truth of bengal। ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। আপত্তিকর ও অশ্লীল ভাষা ব্যবহার করার জন্য নির্বাচন কমিশন পদক্ষেপের দাবি করেছে তৃণমূল কংগ্রেস। যদিও ওই ভিডিয়ো যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল।
ভাইরাল হওয়া ভিডিয়োতে বিজেপি প্রার্থী অসীম সরকারকে যা বলতে শোনা গিয়েছে তা এই বাংলার সংস্কৃতি নয়। যেখানে বিজেপি প্রার্থী অসীম সরকারকে বলতে শোনা যাচ্ছে, ‘বা* ছিঁড়ে তাল গাছে তুলে দেওয়া হবে। আসছে আমাদের নেতা। এখানে এসে বা* ছিঁড়ে তাল গাছে তুলে দেবে। আর তোমরা যদি বিজেপিকে ভোট না দাও তাহলে সেটা ভেঙে দেবো। কেউ উদ্ধার পাবে না। ভোট যদি না দাও তাহলে চো* খাবে। শোন আলাপ ব্যবহার তোরা ভাল করে করিস। কোনওরকম এখানে গালাগাল দিবি না বাঁ*। তা হলে বা* ছিঁড়ে তাল গাছে তুলে দেব।’
Sneak peek into the true colours of @BJP4Bengal!
Purba Bardhaman BJP MP candidate Asim Sarkar’s repulsive language plunges the party into an unfathomable pit of degradation which shall not be tolerated by the people of Bengal.
We urge @ECISVEEP to take immediate action against… pic.twitter.com/V0cyLPyN97
— All India Trinamool Congress (@AITCofficial) March 26, 2024
দেখা যায়, চলন্ত গাড়িতে অসীম সরকার কোথাও যাচ্ছেন। তিনি সামনের সিটে বসে ছিলেন। পেছনে বসে থাকা কেউ ভিডিয়ো করতে থাকেন। সেই ভিড়িয়ো ভাইরাল হয়েছে। তৃণমূলের তরফে বলা হয়েছে, প্রার্থীর মুখের ভাষা যদি এমন হয় তা হলে মানুষের সঙ্গে আচরণ কেমন হবে? মোবাইলে মোবাইলে ঘুরতে থাকা এই ভিডিয়ো দেখে তাজ্জব বাঙালি। সবার প্রশ্ন, এমন ভাষা হতে পারে কোনও মানুষের। যিনি ভোট চাইতে মানুষের কাছে যাচ্ছেন।