রাজ্যের খবর

দিঘা পার্শ্ববর্তী নিমতলা হাই স্কুলে NDRF এর তরফ থেকে ছাত্র-ছাত্রীদের সচেতনতা শিবির

Awareness camp for students by NDRF at Nimtala High School near Digha

The Truth Of Bengal : দিঘা পার্শ্ববর্তী নিমতলা হাই স্কুলে বিপর্যয় মোকাবিলায় ছাত্র-ছাত্রীদের সচেতনতার জন্য এনডিআরএফ এর তরফ থেকে শিবিরের আয়োজন করা হল। এনডিআরএফ-এর দ্বিতীয় ব্যাটালিয়ন  জেলার বিপর্যয় মোকাবিলা দল বন্যা প্রতিরোধ সম্পর্কে তথ্য দিতে নিমতলা হাই স্কুলে  ছাত্র ছাত্রীদের নিয়ে মক ড্রিল এর মাধ্যমে একটি সচেতনতা শিবির করা হয়। বন্যায় ডুবে যাওয়া ব্যক্তিকে কীভাবে জরুরি চিকিৎসা দিতে হয় এবং বন্যার আগে কীভাবে নিজেকে নিরাপদ রাখতে প্রস্তুতি নিতে হয় সে সম্পর্কেও তথ্য প্রদান করা হয়। মক ড্রিলটিতে, ছাত্র ছাত্রীদের সফলভাবে প্রদর্শন করা হয় কীভাবে সঠিকভাবে লাইফ জ্যাকেট পরতে হয়, কীভাবে সাঁতার কেটে ডুবে যাওয়া ব্যক্তিকে বাঁচাতে হয়, জলের নিচে সাঁতার কাটা এবং নিচে থাকা ব্যক্তিদের কিভাবে সনাক্ত করা যায়।

এনডিআরএফ সৈন্যরা বলেন, দুর্যোগের সময় লোকেদের মনবল হারানো উচিত নয়। ভারী বর্ষণের পর গ্রাম প্লাবিত হলে, বাড়ির বাইরের পড়ে থাকা বর্জ্য পদার্থ যেমন খালি প্লাস্টিকের বোতল, ফুটবল, নারকেল, বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি ইম্প্রোভাইজড উপায়ে জলাবদ্ধ নিচু এলাকা থেকে নিরাপদে বেরিয়ে কিভাবে আসতে পারে তাও বলা হয়। এছাড়াও কোনো ব্যক্তি জলে ডুবতে শুরু করলে বাঁশ ও দড়ির সাহায্যে ডুবে যাওয়া ব্যক্তিকেও বাঁচানো যায়। এনডিআরএফের সহকারী কমান্ড্যান্ট বলেন, ছাত্র- ছাত্রীদের সচেতন হওয়া প্রয়োজন যা তাদের দুর্যোগ মোকাবেলায় অনেক সাহায্য করবে। এই শিবিরে যোগদান দিতে পেরে ছাত্রছাত্রীরা রীতিমত খুশি।

এইসব ছাত্র ছাত্রীদের সামনে মকড্রিল শিবিরে বন্যার সময় বন্যায় আটকে পড়া মানুষদের কীভাবে বাঁচানো যায় তাও শেখানো হয়। যা তাদের উদ্ধার সংক্রান্ত সচেতনতা প্রদান করতে ভবিষ্যতে খুব সহায়ক হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই ধরনের শিবিরের আয়োজন নিয়ে NDRF  এর  টিমকে ধন্যবাদ জানান। দুর্যোগের সময় প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করাই  NDRF টিমের লক্ষ্য।

Related Articles