দুবরাজপুরে ধর্ষণের চেষ্টা, পুলিশের জালে অভিযুক্ত
Attempted rape in Dubrajpur, accused in police net

Truth Of Bengal: দুবরাজপুরের ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার রবিউল খান। গ্রেফতার করল দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খন্ডে পালাতে গিয়ে প্রতাপপুর-লোকপুর রাস্তায় দুবরাজপুর থানার পুলিশ তাকে ধরে ফেলে। আগামীকাল তাকে দুবরাজপুর আদালতে তোলা হবে।
প্রসঙ্গত এক যুবতীর তরফে গতকাল দুবরাজপুর থানায় রবিউল খানের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করা হয়েছে। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় দুবরাজপুর থানার পুলিশ। সে গোপন সূত্র মারফত খবর পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তারপর দুবরাজপুর থানার পুলিশ প্রতাপপুর-লোকপুর রাস্তায় তাকে ধরে ফেলে। গ্রেফতারের পরই তাকে দুবরাজপুর থানায় রাখা হয়।
আজ তাকে মেডিকেল করানোর পর দুবরাজপুর আদালতে তোলা হবে। আদালতে তোলার পর পুলিশি হেফাজতে অভিযুক্তকে জেরা করা হবে যে কি কারণে এরকম ঘটনা ঘটিয়েছে এবং এর নেপথ্যে কারা কারা রয়েছেন। এই দিকে পরপর একই থানায় দুবার ধর্ষণের অভিযোগে ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করায় দুবরাজপুর থানা এলাকার মানুষ এবং অভিযোগকারী সাধুবাদ জানিয়েছেন দুবরাজ থানার পুলিশকে । তাদের দাবি দ্রুত তদন্ত করে বিচারের মাধ্যমে দোষীদের ফাঁসি।