রাজ্যের খবর

পশ্চিম বর্ধমান থেকে কয়লা এনে পাচারের চেষ্টা! পুলিশি জালে লরি ও চালক

Attempt to smuggle coal from West Burdwan! Lorry and driver caught by police

Truth Of Bengal: পার্থ দাস, বীরভূম: বীরভূম জেলার খয়রাশোল থানার পুলিশ ফের একবার চমৎকার সাফল্য অর্জন করল। বালি পাচারের পর এবার তারা সফলভাবে রুখে দিল আন্তঃরাজ্য কয়লা পাচারের চেষ্টা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ১টা নাগাদ রানিগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের পাইগড়া মোড়ের কাছে একটি সন্দেহজনক লরি আটক করে খয়রাশোল থানার টহলরত পুলিশ বাহিনী।

লরিটি পশ্চিম বর্ধমান থেকে অবৈধ কয়লা নিয়ে বীরভূম হয়ে ঝাড়খণ্ডে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গিয়েছে। লরিটিকে থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করলে, সে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপরই পুলিশ লরিটিকে আটক করে ও চালককে গ্রেফতার করে।

ধৃত ব্যক্তির নাম মেহেন্দর রায়, তিনি ঝাড়খণ্ডের বাজার মারিয়া গ্রামের বাসিন্দা। লরিটি থেকে প্রায় ২০ মেট্রিক টন অবৈধ কয়লা উদ্ধার হয়েছে। শুক্রবার তাকে দুবরাজপুর মহকুমা আদালতে তোলা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশি হেফাজতে নিয়ে শুরু হবে পরবর্তী তদন্ত।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে দেখা হবে — এই কয়লা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কার মদতে পাচার হচ্ছিল, এর সঙ্গে আর কে কে জড়িত রয়েছে এবং কবে থেকে এই চক্র সক্রিয়। এছাড়াও কোনও বৈধ নথিপত্র আদৌ ছিল কিনা, সেটাও খতিয়ে দেখা হবে। মূল পাচারচক্রের মাথাদের চিহ্নিত করার উদ্দেশ্যে তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে কয়লা ও গরু পাচার রুখতে ইতিমধ্যেই জেলায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলার সীমান্তবর্তী গ্রাম, জঙ্গলঘেরা পথ ও সম্ভাব্য পাচার রুটগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। এই ধরনের পাচার চক্র ভাঙতে নিরবচ্ছিন্ন অভিযান চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ।

এই ঘটনা ফের একবার প্রমাণ করে দিল, রাজ্যের প্রশাসন ও পুলিশ আন্তঃরাজ্য অপরাধ রুখতে কতটা তৎপর ও সক্রিয়। জনসুরক্ষা ও রাজস্ব হানির বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয়।

 

Related Articles