রাজ্যের খবর

নবদ্বীপে এটিএম জালিয়াতি, ধৃত দুই যুবক

ATM fraud in Nabadwip, two youths arrested

Truth of Bengal:মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার নবদ্বীপ শহরের ভট্টপাড়া এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম  টাকা জালিয়াতির অভিযোগে দুই দুষ্কৃতীকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। ধৃত দুই যুবকের নাম আনন্দ পাল ও বিকাশ মিশ্র, দুজনেই উত্তরপ্রদেশের কানপুরের আনন্দ নগর এলাকার বাসিন্দা।

ঘটনার সূত্রপাত, রবিবার সকালে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন ভট্টপাড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে। অভিযোগ, একাধিক গ্রাহক টাকা তুলতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। টাকা ডেবিট হয়ে গেলেও মেশিন থেকে টাকা বের হচ্ছিল না। প্রথমে গ্রাহকরা এটিকে প্রযুক্তিগত সমস্যা বলে মনে করলেও কিছুক্ষণ পরে গ্রাহকদের এটিএম ত্যাগ করার পর অভিনব কৌশলে আটকে থাকা টাকা তুলে নেয় ওই দুই দুষ্কৃতী।

এটিএমে দায়িত্বরত এক কর্মী বিষয়টি লক্ষ্য করে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুই দুষ্কৃতীকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে বুধবারও শহরের অন্য এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে একই রকম জালিয়াতির অভিযোগ ওঠে। সেদিনও গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুষ্কৃতীরা চিহ্নিত হয়, যদিও তাদের মধ্যে দু’জন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঝাড়খণ্ডের বাসিন্দা ভিকি চৌহান নামে এক যুবককে তখন গ্রেপ্তার করে পুলিশ।

এই একের পর এক ঘটনায় নড়েচড়ে বসে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কর্তৃপক্ষ। নিরাপত্তা বাড়াতে প্রতিটি এটিএমে অতিরিক্ত নজরদারির জন্য কর্মী নিয়োগ করা হয়েছে।

এদিকে, রবিবার নবদ্বীপ থানার পুলিশ ধৃত আনন্দ পাল ও বিকাশ মিশ্রকে নবদ্বীপ বিশেষ আদালতে তোলে। পুলিশের প্রাথমিক অনুমান, এদের পেছনে আরও বড় কোনও জালিয়াত চক্র সক্রিয় রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related Articles