বছর শেষে ফের প্রাথমিকের টেট, গত বছরের থেকে চলতি বছরে পরীক্ষার আবেদন প্রায় অর্ধেক
The primary TET exam again

The Truth Of Bengal : রবিবার রাজ্য জুড়ে হবে টেট পরীক্ষা। এই নিয়ে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে প্রশাসন সকলেই তৎপর। দিলীপ ঘোষ আদালতের কাছে টেট পরীক্ষার দিন পিছনোকে নিয়ে আবেদন করেছিলেন। কিন্তু আদালত সেই আবেদন কার্যত খারিজ করে দেন। গীতা পাঠের মধ্যেই হচ্ছে টেট পরীক্ষা। বলা যায় এক প্রকার ইচ্ছে করেই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। যদিও পর্ষদের পক্ষ থেকে এটের পরীক্ষার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। রয়েছে একগুচ্ছ নির্দেশিকা। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনরকম অপ্রীতিকর ঘটনা চায়না। ফলে পরীক্ষার্থীদের ওপরেও রয়েছে বেশ কিছু নির্দেশিকা।
ইলেকট্রনিক গ্যাজেট, সোনার গয়না ইত্যাদি পড়ে পরীক্ষার হলে ঢোকা যাবেনা। পরীক্ষা শেষ হওয়ার আগে পর্যন্ত পরীক্ষাকেন্দ্র ছাড়তে পারবেন না পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের জন্য বেলা সাড়ে নটা থেকে গেট খুলে দেওয়া হবে। এরপর শুরু হবে বেলা বারোটা থেকে পরীক্ষা। এবারের পরীক্ষা হবে টু প্লাই সিস্টেমে। পরীক্ষার শেষে পরীক্ষার্থীরা অরিজিনাল কপি অর্থাৎ গোলাপি রঙের কপিটি জমা দেবেন। এছাড়া ডুবলিকেট অর্থাৎ সবুজ রঙের কপিটি বাড়িতে নিয়ে যেতে পারবেন। পরীক্ষা কেন্দ্রে গার্ড যারা থাকবেন তারা মোবাইল নিয়ে যেতে পারবেন না। যেকোনো নির্দিষ্ট ঘরে সবাইকে মোবাইল ফোন জমা রাখতে হবে। জরুরি প্রয়োজনে কথা বলতে হলে সেখানে গিয়েই কথা বলার ক্ষেত্রে লগ বুকে তা নথিভুক্ত করতে হবে।
পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখেই মেটাল ডিটেক্টর চেকিং হবে। প্রসঙ্গত গোটা রাজ্য জুড়ে ৭৭৩ টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষা দিচ্ছেন প্রায় তিন লক্ষ নয় হাজার ৫৪ জন পরীক্ষার্থী। তবে গত বছরের থেকে চলতি বছরে পরীক্ষার আবেদন প্রায় অর্ধেক। কলকাতায় পরীক্ষার্থীর সংখ্যা ২,২০০ জন। রবিবার বেলা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত এই পরীক্ষা হবে। টেট পরীক্ষাকে কেন্দ্র করে রবিবার হলেও একদম সকাল থেকেই চালানো হচ্ছে মেট্রো। এদিন প্রথম মেট্রো চলেছে সকাল ৬ টা ৫০ মিনিটে।
FREE ACCESS