রাজ্যের খবর

রাত পোহালেই বিধানসভা উপনির্বাচন, বুথের উদ্দেশ্যে যাত্রা ভোট কর্মীদের

Assembly by-elections to be held at night, polling workers travel to booths

Truth Of Bengal: আগামীকাল মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনের জন্য প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে নির্বাচন কমিশন। আজ মেদিনীপুর কলেজের ডিসি-আরসি সেন্টার থেকে ভোট কর্মীদের বুথে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

এই উপনির্বাচনে রাজ্যের ৬টি বিধানসভার মধ্যে ২৩৬ মেদিনীপুর বিধানসভা অন্তর্ভুক্ত। মেদিনীপুর কলেজের ডিসি-আরসি সেন্টারে ভোট সামগ্রী প্রস্তুত করে রাখা হয়েছে, যেখান থেকে এই বিধানসভার ৩০৪টি বুথে ভোট কর্মীরা পৌঁছাবেন।

মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ডিসি-আরসি সেন্টারে ব্যস্ততা লক্ষ্য করা যায়, কারণ প্রায় ২ লক্ষ ৯২ হাজার ভোটারের ভোটগ্রহণের জন্য প্রায় ১৮০০ ভোট কর্মী নিযুক্ত করা হয়েছে। মহিলা ভোট কর্মীরাও এই দায়িত্ব পালন করবেন এবং বরাদ্দকৃত গাড়িতে করে তারা ভোট কেন্দ্রে পৌঁছাবেন। ভোটের দিনকে সামনে রেখে এদিন সকাল থেকেই ভোট কর্মীদের মধ্যে বিশেষ তৎপরতা দেখা গিয়েছে, এবং সবাই ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Related Articles