রাজ্যের খবর

নির্মীয়মাণ রাস্তায় ডাম্পারের চাকায় পিষ্ট আশা কর্মী, জলপাইগুড়িতে চাঞ্চল্য

ASHA worker crushed by dumper on construction road, creates panic in Jalpaiguri

Truth Of Bengal: নির্মাণাধীন প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়কে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুতগতির একটি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন এক আশা কর্মী। মৃতার নাম পাপিয়া দেব শর্মা (৪০)। তিনি জলপাইগুড়ির লস্কর পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

শনিবার বিকেলে পাপিয়া দেবী সাইকেলে চেপে ক্রান্তি গ্রাম পঞ্চায়েত থেকে বাড়ি ফিরছিলেন। ভোটুয়াকালী যাওয়ার নির্মীয়মাণ রাস্তায় তখন কাজ চলছিল। সেই সময় হঠাৎ পিছন থেকে দ্রুতগতিতে একটি ডাম্পার আসে। শ্রমিকরা ডাম্পারটিকে নিয়ন্ত্রণ হারাতে দেখে চালককে সতর্ক করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ডাম্পারটি সাইকেলসহ পাপিয়াকে পিষে দেয়।

গুরুতর আহত অবস্থায় তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা জানিয়েছেন, ডাম্পারের চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। এই ঘটনার পর উত্তেজিত বাসিন্দারা ডাম্পারটিকে আটকে রেখে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে চালক পালিয়ে যায়। ডাম্পারটি আটক করা হয়েছে এবং দুর্ঘটনাসংক্রান্ত তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত পাপিয়া দেবীর এক সন্তান ও স্বামী রয়েছেন। পরিবারে নেমে এসেছে গভীর শোক। ঘটনার পর দিন, রবিবার রাস্তার নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, নির্মাণকারী সংস্থার গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে তাঁরা সরব।

Related Articles