গ্রেফতার বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের
Arrested chairman

The Truth of Bengal: রাতভর তল্লাশির পর ইডির জালে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য। শনিবার তাকে ইডির বিশেষ আদালতে তোলা হয়। আদালত তাকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। বনগাঁর এই তৃণমূল নেতার বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এর আগেও তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। কিন্তু ইডির ডাকে সাড়া না দেওয়ায় শনিবার তার বাড়িতে অভিযান চালায় ইডি আধিকারিকরা। রাতভর তল্লাশি করে ভোরে গ্রেপ্তার করা হয় তাঁকে।
বনগাঁয় জনপ্রিয় নেতা হিসেবে শংকর আঢ্যের একটা আলাদা পরিচিতি রয়েছে। স্বাভাবিকভাবেই তাঁকে গ্রেফতার করায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। তাকে গ্রেফতার করে নিয়ে যেতে কিছুটা প্রতিরোধের মুখেও পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দলের নেতাদের গায়ে কালি ছেটানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। প্ররোচনা সৃষ্টি করা হচ্ছে।
লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক ভাবে পেরে না উঠে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে নরেন্দ্র মোদি সরকার। শঙ্কর আঢ্য গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক উত্তেজনা বনগাঁ জুড়ে। এলাকার মানুষ প্রশ্ন তুলছেন, কেন্দ্রীয় এজেন্সির হাতে একাধিক মামলা পরিচালিত হচ্ছে, কেন এখনো পর্যন্ত কোনো মামলা নিষ্পত্তি হল না? কেন দিনের পর দিন আটকে থাকছেন জনপ্রতিনিধিরা? শংকর আঢ্যর গ্রেফতারও কী রাজনৈতিক ষড়যন্ত্র, উঠছে প্রশ্ন।