রাজ্যের খবর

ই-শ্রম কার্ড দেওয়ার নামে প্রতারণা! গ্রেফতার ১০

E Shram Card

The Truth of Bengal: ই শ্রম কার্ড করে দেওয়ার নামে শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন নথি ও বায়োমেট্রিক সংগ্রহ করে প্রতারণার অভিযোগ। জানা গিয়েছে, অভিযুক্তরা নিজেদের রেলওয়ে শ্রমিক ইউনিয়নের কর্মী হিসাবে পরিচয় দিয়ে প্রতারণা করেছে। জানা গিয়েছে, এই অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে ছাতনা থানার পুলিশ। গতকাল গ্রেফতার হওয়া ওই দশ জনকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। ধৃতদের বিরুদ্ধে ৪২০ নম্বর ধারায় প্রতারণা সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ি স্টেশনের রেক পয়েন্টে যখন শ্রমিকরা রেলের রেক লোড আনলোডের কাজ করছিলেন সেই সময় দশ জন লোক সেখানে যান। নিজেদের রেলওয়ে শ্রমিক ইউনিয়নের কর্মী হিসাবে পরিচয় দিয়ে শ্রমিকদের ই শ্রম কার্ড করে দেওয়ার প্রস্তাব দেয়। অভিযোগ ই শ্রম কার্ড করে দেওয়ার নামে ওই ব্যাক্তিরা শ্রমিকদের কাছ থেকে আধার কার্ড,  প্যান কার্ড,  ভোটার কার্ড সহ বায়োমেট্রিক সংগ্রহ করেন। প্রায় দেড়শো জনের কাছ থেকে নথি ও বায়োমেট্রিক সংগ্রহের পর স্থানীয় শ্রমিকদের একাংশের মধ্যে সন্দেহ হয়।

এরপর স্থানীয় শ্রমিকরাই ওই দশজনকে ঘিরে জিজ্ঞাসাবাদ করলে প্রত্যেকেই অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন বলে অভিযোগ। এরপর শ্রমিকরাই ছাতনা থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দশজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে শ্রমিকদের অভিযোগের ভিত্তিতেই ওই দশজনকে গ্রেফতার করে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি রাজ্যের বিভিন্ন জেলায়। ধৃতদের প্রকৃত পরিচয় জানার চেষ্টা চালানোর পাশাপাশি শ্রমিকদের নথিপত্র ও বায়োমেট্রিক সংগ্রহের আসল উদ্যেশ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Free Access

Related Articles