নারী সুরক্ষাসহ একাধিক দাবি নিয়ে বন্ধের ডাক অর্জুন সেনার, শোরগোল কৃষ্ণনগরে
Arjun Sena's bandh call with multiple demands including women's protection, noise in Krishnanagar

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদীয়ার কৃষ্ণনগরে এই প্রথম কোন অরাজনৈতিকভাবে বন্ধের ডাক দিয়েছে অর্জুন সেনা। সমাজের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে একাধিক দাবি নিয়ে তাঁর এই কর্মসূচী। তাঁদের একাধিক দাবির মধ্যে, কৃষ্ণনগরের মৃত তরুণীর সঠিক বিচার, নারী সুরক্ষা ও দুর্নীতি প্রমুখ বিষয়গুলি স্থান পেয়েছে।
সোমবার সকাল ন’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত তিন ঘন্টা নদীয়ার কৃষ্ণনগরে বন্ধের ডাক দিয়েছিল অর্জুন সেনা। তেমনই পূর্বঘোষণা অনুযায়ী বন্ধকে সমর্থন করতে আজ সকাল হতেই কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে উপস্থিত হন একাধিক হিন্দুত্ববাদী মানুষ। এরপর রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
এদিন সকাল সাতটা চার মিনিটের কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরবর্তীতে রেল পুলিশ এসে তাদের সঙ্গে কথা বললে এবং সাধারণ মানুষ যাতে হয়রানি শিকার না হয় তার জন্য তাঁদেরকে অনুরোধ করলে তাঁরা এই রেল অবরোধ তুলে নেয়। তবে একাধিক বাসস্ট্যান্ডের সামনে টায়ার জ্বালিয়ে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করে।