রাজ্যের খবর

ইচ্ছেশক্তি থাকলে প্রতিবন্ধকতাও হার মানতে বাধ্য, প্রমান করল আরামবাগের রাজর্ষি

Arambagh's Rajarshi proved that if you have the willpower, you can defeat even obstacles.

Truth Of Bengal: সৌভিক গোস্বামী, আরামবাগ: ইচ্ছেশক্তি থাকলে সব প্রতিবন্ধকতাকেই জয় করা যায়। মাধ্যমিকে ৬৮২ নম্বর পেয়ে সেটাই প্রমাণ করেছে খানাকুলের পাতুল গ্রামের চাষির ছেলে রাজর্ষি নন্দী। মাত্র তিন নম্বরের জন্য স্থান পায়নি মেধা তালিকায়।

বাস মাটির বাড়িতে। বাবা সামান্য জমি চাষ করে কোনওরকমে সংসার চালান। তবে অভাব বাধা হতে পারেনি রাজর্ষির মেধায়। স্থানীয় পাতুল গণেশবাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাজর্ষি। সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়। তবে তার উচ্চশিক্ষায় বাধা হতে পারে অভাব। তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে পরিবারের। সরকারি সাহায্য মিললে সেই চিন্তা দূর হবে বলে দাবি রাজর্ষির বাবা-মায়ের। তবে রাজ্য সরকারের চালু করা স্টুডেন্ট ক্রেডিট কার্ড তাঁদের ভরসা জোগাচ্ছে। কিন্তু অভাবকে জয় করে রাজর্ষির এই ফলাফলে গর্বিত পরিবার। গ্রামে ঢোকার আগে এখন রাজর্ষির বাড়ি বললেই সঙ্গে সঙ্গে চিনিয়ে দিচ্ছেন গ্রামবাসীরা। বন্যাপ্রবণ প্রত্যন্ত গ্রামের ছেলের এই সাফল্যে গর্বিত গোটা গ্রাম।

Related Articles