রাজ্যের খবর

সবুজ বিপ্লবের লক্ষ্যে খাল সংস্কার, আরামবাগ মাস্টার প্ল্যান কার্যকর

Arambagh Master Plan is in effect

The Truth of Bengal: ঝাড়খণ্ড বা বিহারের অতিবৃষ্টিতে বাংলার নানা অংশ প্লাবিত হয়।ফি বছর বন্যার কবলে পড়েন হুগলির আরামবাগের খানাকুল-গোঘাটের মতো এলাকা।একইসঙ্গে আরামবাগের নীচু এলাকাতেও বানের জল ঢোকে।ফসলের গোড়ায় জল জমায় ফসল মাঠে মারা যায়।তাতে কৃষকের ক্ষতি হয়।বাংলার সরকার,বাংলা শস্যবীমা চালু করেছে।কৃষকদের ক্রেডিট কার্ড প্রদান করছে।

দেওয়া হয় বছরে দুবার কৃষকবন্ধুর নগদ সাহায্য।এসবের পরেও প্রকৃতির খামখেয়ালিপনায় যাতে মেহনতের ফসল জলে চলে যায় সেজন্য সুপরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। 2019এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ মাস্টারপ্ল্যান কার্যকর করার নির্দেশ দেন।সেইথেকে প্রশাসন ধীরে ধীরে কাজ করছে।এখন সেই কাজকে পুরোপুরি রূপায়ণ করতে আরামবাগ  জেলা পরিষদ এগিয়ে এসেছে।

কৃষিকাজ থেকে নাগরিক স্বাচ্ছন্দ্য সবকিছুর সুষ্ঠু ম্যানেজমেন্ট করতে  প্রশাসন যেভাবে সজাগ ভূমিকা পালন করছে তাতে চাষের ফলন বাড়বে বলে আশা চাষীদের। নতুন বছরে ড্রেজিং করে খালের জল প্রবাহ বজায় রাখার প্রয়াস সবমহলের কাছেই আলাদা আশা জাগাচ্ছে।সবাই চাইছে,বাংলার  কৃষিতে সবুজ বিপ্লবের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের যে কাজ চলছে তা সত্যি সত্যিই গতি পাক।

Related Articles