রাজ্যের খবর

অনির্দিষ্টকালের জন্য বন্ধ আরামবাগ-বন্দর ২৪ নম্বর রুটের বাস, চরম দুর্ভোগে যাত্রীরা

Arambagh-Bandar route 24 bus closed indefinitely, passengers in extreme distress

Truth Of Bengal: উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে আরামবাগ-বন্দর ২৪ নম্বর রুটে বন্ধ বাস। বাস বন্ধের জেরে চরম দুর্ভোগে যাত্রীরা। শনিবার বিকেল থেকে বাস ও টোটোর মধ্যে ঝামেলার জেরে গুরুত্বপূর্ণ এই রুটে কোনও বাস চলাচল করতে পারছে না।

জানা যায়, ২৪ নম্বর রুটের মনসাতলায় একটি বাসের সঙ্গে টোটোর সামান্য ধাক্কা লাগে। এরপরই বাসের ওই চালককে টোটোচালকটি মারধর শুরু করে। এই ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বাসচালক ও কর্মীরা। এর জেরে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

এই ঘটনার পর আরামবাগ বাসস্ট্যান্ডে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মিলছে না বাসের দেখা। আরামবাগ থেকে বন্দরের দূরত্ব ২৫ কিমি। সারাদিন এই রুটে ৩০টির বেশি বাস ও ১৫০টি ট্রিপ দেয়। সেখানে দাঁড়িয়ে আচমকা বাস বন্ধের জেরে বাড়ছে ভোগান্তি। এরই মাঝে সোমবার উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা। তাই ওইদিন বাস না চললে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Related Articles