সন্দীপ সহ ৪ জন চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর
Applications for polygraph test of 4 doctors including Sandeep are allowed

Truth Of Bengal: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস ভাবে ধর্ষণ করে খুনের মামলায় তোলপাড় রাজ্য থেকে গোটা দেশ। হাইকোর্টের নির্দেশে এই ঘৃণ্য ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই । এই ঘটনায় পলিগ্রাফ পরীক্ষা করাতে তৎপর সিবিআই।
বৃহস্পতিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কে শিয়ালদহ আদালতে নিয়ে যায়। আদালতে তার পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানাই সিবিআই। আদালত এই আবেদন মঞ্জুর করেছে। তবে শুধু সন্দীপ একা নয়, এই তালিকায় রয়েছে আরও চারজন চিকিৎসক পড়ুয়া। যারা সেই রাতে তরুণীর সঙ্গে ডিনার করেছিল বলে দাবি। সন্দীপ ঘনিষ্ঠ এক ব্যক্তিকেও পলিগ্রাফ পরীক্ষা করতে চেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
পাশাপাশি সন্দীপ সহ ওই চার চিকিৎসক পড়ুয়ার জবানবন্দির আবেদন করে গোয়েন্দারা। এই আবেদন মঞ্জুর করে শিয়ালদহ আদালত। এর আগে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ মঞ্জুর করে আদালত। উল্লেখ্য আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা দেশ প্রতিবাদে ঝড় সব মহলে। পাশাপাশি মহারাষ্ট্রের বলদাপুরের দুই নার্সারি শিশুর নির্যাতনের ঘটনায় উত্তাল গোটা মহারাষ্ট্র। গোটা দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় ফুঁসছে গোটা দেশ।