রাজ্যের খবর
‘অপরাজিতা’ মেয়েদের অধিকার রক্ষার বিল : মুখ্যমন্ত্রী
'Aparajita' bill to protect the rights of girls: Chief Minister

Truth Of Bengal : ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ বন্ধ করতে ঐতিহাসিক বিল এনেছে বাংলার সরকার। ধর্ষণ মানবতার অভিশাপ। তাই ধর্ষকের নির্মম শাস্তি পাওয়া দরকার। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সব প্রশ্নের জবাব দেওয়ার কথা তুলে ধরার পাশাপাশি অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ২০২৪বিল নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কী কী বললেন…….
- ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ
- অপরাজিতা বিলকে ঐতিহাসিক আখ্যা মুখ্যমন্ত্রীর
- নির্যাতিতার পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর
- সকলের প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার আছে
- এই বিল মেয়েদের অধিকার রক্ষার বিল
- নারী সুশিক্ষার স্বার্থে মা-বোনদের আন্দোলনকে স্বাগত জানাই
- রাজ্যপালকে বলুন বিলে সই করে দিতে
- নির্যাতিতা মেয়েটির জন্য আমি শোকজ্ঞাপন করছি
- আমরাও সিবিআই এর কাছে বিচার চাই।
- পরিবারকে দ্রুত বিচারের আশ্বাস দিই
- কোন শর্ত ছাড়া বিল সমর্থনের আশা করি
- ঘটনার দিনে ফোনে বাবা মার সঙ্গে কথা
- পুলিশ ১২ঘন্টার মধ্যে ঘটনার মূল অভিযুক্ত কে গ্রেফতার করে
- মেয়েদের অধিকার রক্ষার লড়াই শামিল হতে হবে
- এই বিলে দোষীদের কঠোর শাস্তি চেয়েছি
- রাজ্যপাল কে বলুন সই করে দিতে
- বিধানসভায় ধর্ষণ বৃদ্ধি করা বিল পেশ রাজ্য সরকারের
- পরিবারের কাছে রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম
- পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্র্যাক কোর্টে আবেদন জানাতে
- দোষীদের ফাঁসি দিক সিবিআই
- বিধানসভায় ধর্ষণ বিরোধী করা বিল পেশ রাজ্য সরকার
- আমি আপনাদের কাছে জ্ঞান নেব না
- অপরাজিতা ওমেনস এন্ড চাইল্ড ঐতিহাসিক বিল
- রাজ্যপাল সই করে দিলে আইন কার্যকর করা আমাদের দায়িত্ব
- মেয়েদের অধিকার রক্ষার লড়াই তিন সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন
- কামদুনির ক্ষেত্রেও আমরা ফাঁসির সাজা চেয়েছিলাম
- বিভিন্ন রাজ্যে একাধিক ঘটনা ঘটেছে
- অনেক ক্ষেত্রে নির্যাতিতার মৃত্যু পর্যন্ত হয়েছে
- প্রতিদিন দেশি ৯০ টি ধর্ষণ ঘটে
- বিচারের বদলে দোষীদের এন কাউন্টার
- ধর্ষণ আজ জাতীয় লজ্জা
- দেশে ধর্ষণের ঘটনায় সাজার হাল খুব কম
- উন্নাও ও হাথরসের ঘটনা উল্লেখ
- দেশী মাত্র ২.৫৬% মামলায় দোষী সাব্যস্ত হয়
- ধর্ষণ করার শাস্তি দাবিতে প্রধানমন্ত্রী কে চিঠি
- প্রধানমন্ত্রী তরফে চিঠির কোন উত্তর পাইনি
- নারী সুরক্ষার জন্য সবার লড়াইকে অভিনন্দন
- কেন্দ্রে রিপোর্টে কলকাতা সব থেকে নিরাপদ
- আমার প্রতি আক্রমণ চলছে
- আমি প্রধানমন্ত্রীকে আক্রমণ করিনি
- নারী সুরক্ষা আমাদের অগ্রাধিকার
- রাজ্যে মোট ৪৯ টি মহিলা থানা রয়েছে
- ২০১১ এর আগে রাজ্যে মহিলা থানা ছিল না
- নরেন্দ্র মোদির পদত্যাগ চাই
- উত্তরপ্রদেশে ৭ লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে
- আমাদের রাজ্যে নারী নির্যাতনের ঘটনার বিচার হচ্ছে
- সারা দেশের জাতীর লজ্জা নরেন্দ্র মোদি
- রাজ্য চাইলে আইন আনতে পারে সংবিধান সেই অধিকার দিয়েছে