রাজ্যের খবর

ক্রিটিক্যাল বুথে এগিয়ে অনুব্রত’র জেলা, তিহারে থেকেও ছায়া বীরভূমে!

Anubrata's district ahead of the critical booth, the shadow from Tihar in Birbhum!

The Truth of Bengal: বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের অবিসংবাদি নেতা অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে। অনুব্রত মণ্ডল যখন জেলের বাইরে ছিলেন অধিকাংশ নির্বাচনের সময় তাঁকে নজরবন্দী থাকতে হয়েছে। লোকসভা নির্বাচনে এরাজ্যের ৪২ টি আসনের ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্বের ভোটসম্পন্ন হয়েছে। আগামী ৭ মে তৃতীয় দফায় ভোট গ্রহণ হতে চলেছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। চতুর্থ দফায় ভোটগ্রহণ আগামী ১৩ ই মে। ওইদিন ভোট গ্রহণ হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্রে।

আটটি লোকসভা কেন্দ্রে একসঙ্গে নির্বাচন হবে চতুর্থ দফায়। এই আটটি লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৫ হাজার ৫০৭টি। এরমধ্যে ৩৬৪৭ টি বুথকে ক্রিটিকাল বুথ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি ক্রিটিকাল রয়েছে অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে। এই জেলায় মোট দুটি লোকসভা কেন্দ্র বোলপুর এবং বীরভূম। সবচেয়ে বেশি ক্রিটিক্যাল বুথ বোলপুর লোকসভা কেন্দ্রে। ৬৫৯ টি ক্রিটিক্যাল চিহ্নিত করা হয়েছে এই কেন্দ্রে। এরপরেই ৬৪০ টি ক্রিটিক্যাল বুথ রয়েছে বীরভূমে। বীরভূমের দুটি কেন্দ্রে মোট বুথ ৩৯২২ টি। এর মধ্যে ১২৯৯ বুথই ক্রিটিক্যাল।

এছাড়াও বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৮৭৯ টি। এর মধ্যে ক্রিটিক্যাল বুথ ৫৫৮ টি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ১৮৪১ টি বুথের মধ্যে ৩৩৮টি বুথ ক্রিটিকাল। রানাঘাট লোকসভা কেন্দ্রে ১৯৮৩ টি বুথের মধ্যে ৪১০ টি ক্রিটিক্যাল। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৯৪২টি। ক্রিটিক্যাল বুথ ৩০১ টি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ২০৩৯ টি মোট বুথ। এর মধ্যে ক্রিটিক্যাল বুথ ৪২২টি। আসানসোল লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৯০১ টি। এর মধ্যে ক্রিটিক্যাল বুথ ৩১৯ টি।

Related Articles