রাজ্যের খবর

জামুরিয়া বাজারে ফের কাপড়ের দোকানে ভয়াবহ আগুন

Another terrible fire breaks out at a cloth shop in Jamuria Bazar

Truth of Bengal: জামুরিয়া বাজারে ফের আরো এক দফায় কাপড়ের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনা। এর জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আজ সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন প্রথমে লক্ষ করে স্থানীয় বাসিন্দারা।

আগুন লাগলে প্রাথমিক ভাবে এলাকার স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভাতে সচেষ্ট হন।  স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আশেপাশের জলাশয় ও পানীয় জলের কলের ট্যাপ থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কেউ বা ধুলোবালি দিয়ে আগুন নেভাতে সচেষ্ট হয়। তবে লেলিহান আগুন দাউ দাউ করে জ্বলতেই থাকে।

এরপর দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। তবে কীভাবে, কী কারনে এই আগুন ওই কাপড় দোকানের লাগল তা এখনো স্পষ্ট নয়।

Related Articles