রাজ্যের খবর
সাতসকালে শুটআউট মুর্শিদাবাদে, নিহত এক
Another shootout in Murshidabad at seven in the morning, one killed

Truth Of Bengal: বুধবার সাতসকালে চলল গুলি। এমনই অভিযোগ উঠেছে, মুর্শিদাবাদের সুতির কাশিমনগরে। সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বিশু শেখ নামের এক ব্যবসায়ী। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গুলি চালানোর সংবাদ পাওয়া মাত্রয় ঘটনাস্থলে পৌঁছে যান সুতি থানার পুলিশ। এরপর গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে জঙ্গিপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু কী কারণে এই গুলি চলার ঘটনা ঘটল তা এখনোও অস্পস্ট। দাবি করা হয়েছে, কাসিমনগরে ট্রান্সফরমারের কাছে একটি দোকানে যখন ওই ব্যক্তি বসে ছিলেন সে সময় হঠাৎই তাঁর উপর গুলি চালানো হয়।