রাজ্যের খবর

ফের গুলি ভাঙর, আহত ১

Another shooting in Bhangarh, 1 injured

Truth Of Bengal: ফের গুলি ভাঙরে। ঘটনাটি ঘটেছে, ভাঙরের উত্তর কাশিপুর থানার বেলেদানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামুনিয়া এলাকার চিত্ত ঘোষ নামক এক সবজি ব্যবসায়ী রাত একটা নাগাদ গাবতলা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। সেই সময় বাজারের অদূরেই তিনজন দুষ্কৃতী তাকে সাদা স্কুটি বাইকে করে এসে তার রাস্তা আটকায়।

এরপর তার কাছ থেকে ১৬ হাজার টাকা ছিনতাই করে এবং ওই সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিও চালায়। সেই গুলি চালানোর ফলে গুরুতর আহত হন ওই ব্যক্তি। বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি। পুলিশ সূত্রের খবর, এই ঘটনার ফলে ডান হাতে গুলি লেগেছে তার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে এর পিছনে কারা ছিল ও পুরো বিষয়টি সম্পর্কে জানতে তদন্ত করছে উত্তর কাশিপুর থানার পুলিশ।

উল্লেখ্য, রবিবার এই ঘটনার আগেও গত মাসে ভাঙড়ে চলেছিল গুলি। যেখানে ওইদিন সন্ধ্যায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন এক যুবক। সূত্রের খবরে জানা যায়, যুবকের নাম জাহির পুরকাইত।

চন্দনেশ্বর থানার বনগ্রামে বাড়ি হলেও আক্রান্ত যুবক ভোজেরহাটের ভাটিপোতাতে ঘর ভাড়া নিয়ে থাকতেন। ওইদিন সন্ধ্যায় তিনি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা বাইকের উপর বসেছিলেন। সেই সময় আচমকাই পিছন থেকে একজন এসে গুলি চালান। এরপর সেখানেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। এরপর তাকে আহত অবস্থায় কলকাতার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলে জাহিরের। পুলিশ ও স্থানীয় সূত্র অনুয়ায়ী জানা যায়, লেদার কমপ্লেক্স থেকে কাজ করে ভাটাপোতার ভাড়া বাড়িতে ফিরছিলেন ওই ব্যক্তি। এরপর আচমকাই উল্টোদিক থেকে একজন বাইক আরোহী এসে গুলি চালান তার ওপর।

Related Articles