আবারও নদিয়ায় শুট আউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত এক ব্যক্তির
Another shoot out in Nadia, a person shot dead by miscreants

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করার অভিযোগ উঠল নদিয়ার করিমপুরে। ইতিমধ্যে এই ঘটনায় চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার সকালে রাস্তার পাশে একটি চাষের জমিতে দেখতে পাওয়া যায় ওই নিহত ব্যক্তির দেহ। এর পর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।
মৃতের নাম আজমত শেখ, বয়স ৫০, কাঠালিয়ার রাউঠ বাড়ি গ্রামে। গভীর রাতে গুলি করে কাঠালিয়া মাঠে ফেলে রেখেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। আজমত শেখকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেররা মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে মৃতদেহ উদ্ধার করে করিমপুর থানার পুলিশ, এর পর মৃতদেহ পাঠানো হয় পুলিশ মর্গে।
সোমবার সকাল থেকেই এই ঘটনার তদন্তের স্বার্থে স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে এখনো পর্যন্ত এলাকা রয়েছে থমথমে, পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার জন্য বসানো হয়েছে পুলিশ পিকেটে। যদিও ওই ব্যক্তিকে দুষ্কৃতীরা কেন গুলি করে হত্যা করল, এর পেছনে পুরনো কোন শত্রুতা রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ।