অনুদান প্রত্যাখ্যান উত্তরপাড়ার আরও একটি পুজো কমিটি
Another pooja committee of Uttarpara rejected the donation

Truth of Bengal, হুগলি : এর আগে উত্তরপাড়ার দুটি ক্লাব দুর্গা পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছিল। এবার ভদ্রকালীর মহিলা পরিচালিত “বৌঠান সংঘ” দুর্গা পুজোর অনুদান নেবে না বলে জানিয়ে দিয়েছে। সংঘের প্যাডে লিখিত ভাবে তা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
আরজি করে চিকিৎসকের নির্মম হত্যা ধর্ষনের ঘটনায় নড়ে উঠেছে সমাজ।এমন পাশবিক ঘটনা,নিজের কর্মক্ষেত্রে,শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে হাসপাতালের মত জায়গায় মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা।
সমাজের সব অংশের মানুষ এর প্রতিবাদে সরব হয়েছে।পথে নেমে প্রতিবাদ চলছে শহর থেকে গ্রামে।
সরকারের কাছে দাবী দোষীর দৃষ্টান্ত মূলক শাস্তি।নারী সুরক্ষা সুনিশ্চিত করা।
ঘটনার পর সরকার কিছু পদক্ষেপের কথা ঘোষনা করেছে তাতে অবশ্য আন্দোলন প্রতিবাদ থামেনি।হাসপাতাল গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।কিন্তু এই ঘটনা সার্বিক ভাবে সমাজের সব অংশের নারীর নিরাপত্তা দাবী নিয়ে পথে নানা ভাবে প্রতিবাদে বিরতি নেই।
সেই প্রতিবাদে সামিল হয়েছে দুর্গা পুজো কমিটি।মহিলা পরিচালিত পুজোর সরকারি অনুদান অস্বীকার এই প্রতিবাদেরই একটা দিক বলে জানান পুজো উদ্যোক্তারা।
বৌঠান সংঘের সভানেত্রী রীনা দাস বলেন,আমরা প্রতিবার পুজোর অনুদান নিয়ে থাকি।এবছর আরজি করের এই ঘটনার প্রতিবাদে আমরা অনুদান নিচ্ছি না।নির্মম ভাবে চিকিৎসককে নির্যাতন করে মারা হয়েছে এর প্রতিবাদ এবং দোষীদের দ্রুত শাস্তুির দাবী জানাচ্ছি আমরা।
চিকিৎসকের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে নিরবতা পালন করা হয়।
সংঘের সদস্য ঋতুপর্ণা দাশগুপ্ত বলেন,শুধু আরজি কর না এমন অনেক ঘটনা ঘটে।কিন্তু সেগুলো অনেক সময় সামনে আসে না।আমরা সব ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।আর এই প্রতিবাদ থেমে গেলে হবে না।ঘটনা ঘটলেই তার প্রতিবাদ করতে হবে।