রাজ্যের খবর

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হলো আর একজনের! মৃতের সংখ‍্যা বেড়ে হল ৪

Another person died in Burdwan Medical College Hospital!

The Truth Of Bengal : বর্ধমান রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙ্গে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চার। ঘটনার দিনই তিন জনের মৃত্যু হয়েছিল। আহত হন ৩৪ জন ছিলো। গতকাল রাতে আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সুধীর সূত্রধর। বাড়ি মেমারি থানা এলাকায় হাটপুকুর কলেজপারা এলাকায়।

বয়স৬০বছর। দেহ রবিবার ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।পরিবার সূত্রে জানা যায় বর্ধমান স্টেশনে ঘটনার দিন কাজের সূত্রে এসেছিলো বর্ধমানে| বাড়ি ফেরার সময় বর্ধমান স্টেশনে ২নম্বর প্লাটফর্মে জল ট‍্যাঙ্কির নিচে বসেছিলো|

ট্রেন ধরার জন‍্য তখনই ভেঙে পরে জলট‍্যাঙ্কটি।গত তিনদিন ধরে ভর্তি ছিলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।দেহ আজ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।

 

FREE ACCESS

Related Articles