রাজ্যের খবর

ফের দলবদল,কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ

Another party change, leaving Congress to join Trinamool

Truth Of Bengal:  মুর্শিদাবাদ জেলা রাজনীতিতে বড়সড় পালাবদল। কংগ্রেস ত্যাগ করে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন জেলার প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন ওরফে মধু। সোমবার দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি।

রাজনৈতিক সফরে মোশারফ হোসেনের উত্থান শুরু ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে, যেখানে তিনি নওদা থেকে কংগ্রেসের টিকিটে জিতে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হন। তবে ২০১৬ সালে জেলা পরিষদে তৃণমূলের ক্ষমতা দখলের সময়, মধুর ভূমিকা ছিল মুখ্য। সেই সময়ই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং ২০১৮ সালের সেপ্টেম্বরে জেলা পরিষদের সভাধিপতির পদে আসীন হন।

তবে শুভেন্দু অধিকারীর তৃণমূল ত্যাগের পর থেকেই ধীরে ধীরে তৃণমূলের সঙ্গে মধুর দূরত্ব বাড়তে থাকে। শেষমেশ ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি, অধীর চৌধুরীর হাত ধরে তিনি কংগ্রেসে ফেরেন। দলও তাঁকে গুরুত্ব দেয়, নওদা থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করে এবং ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনেও কংগ্রেসের অন্যতম মুখ ছিলেন তিনি।

তবে গত কয়েক মাস ধরেই দলের সঙ্গে তাঁর দূরত্ব লক্ষ করা যাচ্ছিল। সেই জল্পনাই সত্যি করে এবার ফের তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তনের পথে মোশারফ হোসেন মধু। রাজনৈতিক মহল মনে করছে, জেলার আগামী রাজনৈতিক সমীকরণে এই যোগদান বড় প্রভাব ফেলতে পারে।

Related Articles