আবারও বড় সাফল্য পুলিশের, গরু পাচার চক্রে পুলিশের জালে ১
Another big success for the police, 1 arrested in cow smuggling ring

Truth Of Bengal: মহিষ পাচারের উপর এবার গরু পাচার রুখল পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখান থেকে একটি কন্টেনারকে আটক করা হয়। এবং সেই কন্টেনারটির তল্লাশি চালাতেই চক্ষু চরক গাছ হয়ে যায় পুলিশের।
প্রাথমিক সূত্রে জানা যায়, প্রথমে পুলিশ ভেবেছিল ওই কন্টেনারটির মধ্যে কোন পার্সেল রয়েছে। তবে কন্টেইনার খুলতেই উদ্ধার হয় গরু। এরপর চালকের কাছ থেকে বৈধ কাগজপত্র দেখাতে চায় তারা। কিন্তু ওই চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপরেই চালককে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের থানায় নিয়ে যায় তারা।

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই চালকের নাম আমির আলী (২৯)। সে আসামের গৌরীপুর এলাকার বাসিন্দা। এই ঘটনায় বিধাননগর থানার পুলিশ জানিয়েছে, ওই কন্টেনার থেকে মোট ১২টি গরু উদ্ধার করা গেছে। ওই গরুগুলিকে বিহার থেকে নিয়ে আসা হয়েছিল আসাম হয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ধৃত ওই পাচারকারীকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হয়। তবে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত নেমেছে বিধাননগর থানার পুলিশ।