পুলিশের জালে গ্রেপ্তার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল
Another Bangladeshi infiltrator and an Indian broker arrested by police

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: আবার পুলিশের জালে গ্রেপ্তার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল। বিশেষ অভিযান চালিয়ে একই সাথে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর নদিয়ার ধানতলা থানার পুলিশ জানতে পারে ধানতলা থানার অন্তর্গত দত্তফুলিয়ার কানিবামনি এলাকায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারী দালাল চক্রের মধ্যে দিয়ে গা ঢাকা দিয়ে রয়েছে। এরপর এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম।
জানা গিয়েছে ভারতীয় দালাল চক্রের মধ্যে জড়িত ব্যক্তির নাম ইমাম আলী মন্ডল (৩৮)। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার আকাইপুর পূর্ব হুদা গ্রামে। অন্যদিকে বাংলাদেশী অনুপ্রবেশকারীর নাম লাকি ভূঁইয়া (৪০)। বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতীয় দালাল চক্রের মধ্যে দিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে, এরপর নদিয়ার দত্তফুলিয়ার কানিবামণি এলাকায় গা ঢাকা দিয়েছিল। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে একসাথে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার ধৃত দুই জনকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলে পুলিশ। অন্যদিকে আরো বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভারতীয় দালাল চক্রের সাথে যুক্ত হয়ে বেআইনি কার্যকলাপ করছে তাদের ধরতেই এখন থেকে বিশেষ অভিযান চালাবে পুলিশ ।