রাজ্যের খবর

রাজ্যে এল আরও ১৯০ কোম্পানি বাহিনী, তৃতীয় দফায় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের চূড়ান্ত বৈঠক

Another 190 company troops came to the state

The Truth of Bengal: আরও ১৯০ কোম্পানি বাহিনী এল  রাজ্যে। এনিয়ে রাজ্যে বর্তমানে মোতায়েন রয়েছে ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় তৃতীয় দফায় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের চূড়ান্ত বৈঠক। কমিশন জানিয়েছে, ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৪০৬ কোম্পানি বাহিনী তৃতীয় দফার ভোটের কাজে  মোতায়েন থাকবে। প্রথম দুই দফার ভোটের স্ট্রং রুম গুলোর নিরাপত্তা সহ অন্যান্য জেলায় মোতায়েন থাকবে আরো ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

অর্থাৎ ৪০৬ ও ১৭ কোম্পানি মোট ৪২৩ কোম্পানি বাহিনী প্রথম দুই দফার ভোটের স্ট্রং রুমে নিরাপত্তা এবং তৃতীয় দফার বুথ পাহারার দায়িত্বে থাকবে। অতিরিক্ত ১৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই যা  রাজ্যে এসে পৌঁছেছে তাদের চতুর্থ দফার কেন্দ্রগুলিতে ভোটারদের ভয়-ভীতি দূর করতে এবং এরিয়া  ডোমিনেশনের কাজে  লাগানো হবে। চতুর্থ দফার ভোটে রাজ্যে মোট প্রায় সাড়ে  ৭০০ কোম্পানি  বহিনী মোতায়েন থাকবে বলে আগেই জানিয়েছিল কমিশন।

Related Articles