শুভেন্দুর ঘোষিত কর্মসূচীতে অনিহা দলের, তবে কি বিরোধী দলনেতার কর্মসূচি অসফল করল বিজেপিই
Aniha party's program announced by Shuvendu, but it was the BJP that failed the program of the leader of the opposition party.

The Truth Of Bengal : গত রবিবার রাজভবনের সামনে ভোটের সন্ত্রাসে ‘আক্রান্ত’দের নিয়ে বসা ধর্না থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের ‘শহিদ দিবস’ কর্মসূচির দিন পাল্টা ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করা হবে। কিন্তু শেষমেশ শুভেন্দুর এই কর্মসূচীতে কার্যত জল ঢেলে দিল রাজ্য বিজেপি।‘শহিদ দিবস’ -র দিন বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জায়গায় থানা ঘেরাওয়ের চেষ্টা দেখা গেলেও দলের কোনও প্রথম সারির নেতা, সাংসদ, বিধায়ককে সেখানে দেখা যায়নি।এমনকি শুভেন্দুও সেখানে যাননি।এই নিয়ে রাজ্য রাজনীতিতে জোড় জল্পনা চলছে, তবে কি শুভেন্দুর ঘোষিত কর্মসূচি অসফল করল বিজেপিই। যদিও সুকান্ত মজুমদার এই জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন , ‘‘এই কর্মসূচি এক দিনে করার প্রস্তাব দিয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু সেই প্রস্তাবের পরে রাজ্য কার্যকারিণী বৈঠকে ঠিক হয় আগামী ২৬ তারিখ পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে।
যে জেলা যে দিন সুবিধাজনক মনে করবে থানা ঘেরাও করবে।’’ কিন্তু বিজেপি বিরোধী দলনেতার এই কর্মসূচীকে গুরুত্ব দিতে কি নারাজ, এই প্রশ্নের জবাব দিতে গিয়ে সুকান্ত বলেন ‘‘তেমন কোনও বিষয় নেই। তৃণমূলের বিরুদ্ধে আমাদের কর্মসূচি তো সারা বছরই চলে এবং চলবে। কিন্তু দলের নিয়ম অনুযায়ী রাজ্য কার্যকারিণী বৈঠকের এক সপ্তাহের মধ্যে সব জেলায় তা করতে হয়। আগামী ২৪ তারিখের মধ্যে তা শেষ করতে হবে। সেটাকেই জেলা নেতৃত্ব অগ্রাধিকার দিচ্ছেন।’’ কর্মসূচী বিষয়ে সুকান্ত যাই বলুন না কেন বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের পক্ষে থানা ঘেরাও কর্মসূচির কোনও নির্দেশ জেলাস্তরে পাঠানো হয়নি। প্রশ্ন উঠছে ২১ জুলাইয়ে শুভেন্দুর ঘোষিত কর্মসূচি রূপায়ণ না হওয়ায় রাজ্য সংগঠনের সঙ্গে শুভেন্দুর দূরত্ব কি তবে বাড়ল? রাজ্য রাজনীতিতে এই নিয়ে জোর চর্চা অব্যাহত।