রাজ্যের খবর

জেলায় প্রথম তরল বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে কাকদ্বীপে

An initiative has been taken to establish the first liquid waste management facility in the district in Kakdwip.

Truth Of Bengal: সারা দেশের কাছে এখন দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত। বিশেষত এই পঞ্চায়েতের তৈরি করা কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা সারা দেশের মধ্যে নজির তৈরি করেছে। এবার এই পঞ্চায়েতের পক্ষ থেকে তরল বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের আর্থিক সাহায্যে ফেসাল সুইজ ম্যানেজমেন্ট প্লান্ট (এফ এস এম পি) গড়ে তোলার কাজ শুরু হয়েছে।

প্রায় এক একর জমির উপর ২ কোটি ৭১ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। মূলত ১৩টি গ্রাম পঞ্চায়েতের বাড়ি গুলির শৌচাগার থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করা হবে। এই বর্জ্য পদার্থ গুলিকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জৈব সারে রূপান্তর করা হবে। এমনকি শৌচাগারের জলও পরিশুদ্ধ করে সেচের কাজে লাগানো হবে।

এক্ষেত্রে কাকদ্বীপের ৯টি, কুলপির ২টি ও নামখানা ব্লকের ২টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শৌচাগারের বর্জ্য পদার্থ সংগ্রহ করা হবে। সংগ্রহ করার জন্য ২টি গাড়ি থাকবে। জানা গিয়েছে, এখন পরীক্ষামূলক ভাবে এই প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। সফলতা মিললে ভবিষ্যতে আরও বেশ কয়েকটি এরূপ প্রকল্প গড়ে তোলা হবে। এখানে বেশ কয়েকজন বেকার যুবক যুবতির কর্মসংস্থানও হবে। এই আর্থিক বর্ষে প্রকল্পটির উদ্বোধন করা হবে। তাই জোর কদমে চলছে এখন এই প্রকল্পটির কাজ।

Related Articles