রাজ্যের খবর
Trending

মানবিকতার নজির! কৃত্রিম হাত-পা দিয়ে মানুষকে নতুন ভাবে সচল করাই উদ্দেশ্য এই যুবকের

An example of humanity! The aim of this young man is to make people move in a new way with artificial hands and feet

The Truth Of Bengal: কারুর দুর্ঘটনায় কারুর বা আবা অন্য কারণে হাত-পা বাদ যায়। হাত-পা না থাকায় প্রতি পদে ওঁদের থমকে দাঁড়াতে হত। নিজের ইচ্ছেয় কোথাও যেতে পারতেন না। অঙ্গ-প্রত্যঙ্গ না থাকায় স্বপ্নের পথচলা কার্যতঃ থমকে দাঁড়ায়। স্বতঃস্ফূর্তভাবে আসা-যাওয়া করতে না পারায় হতাশ হয়ে পড়তেন এইসব মানুষগুলো। গতির যুগে যখন সবাই দৌড়াচ্ছেন, সাফল্যের সিঁড়ি বেয়ে কিছু করার চেষ্টা করছেন, তখন প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে এগিয়ে চলতে গেলেই এঁদের অসম্ভব মনে হতো। একসময় নৃত্যশিল্পী সুধা চন্দন এভাবেই শিল্প-কলা প্রদর্শনে বাধা পেয়েছিলেন। কিন্তু তিনি কৃত্রিম পা লাগিয়ে ঘুরে দাঁড়ান বিশ্বখ্যাত শিল্পী। দিব্যি মঞ্চ কাঁপিয়ে পরবর্তী সময়ে সুধা চন্দন সুনাম আদায় করে নেন। আর সুধা চন্দনকে রোল মডেল করে এইসব মানুষগুলো যাতে  অসম্ভবকে সম্ভব করতে পারে সেজন্য এগিয়ে এসেছেন এক স্বেচ্ছাসেবী। কলকাতার একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে আরামবাগে কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি করার উদ্যোগ নেন আজহার নামে এই ব্যক্তি। অন্যদের  জীবনের পথচলাকে সার্থক করতে মানবিক উদ্যোগে সামিল হতে পেরে তিনি নিজেও বেশ আনন্দিত।

দুর্ঘটনার কবলে পড়েন অরূপ সিং। লরির চাকায় পিষ্ট হয় তাঁর  পা।পা হারিয়ে কার্যতঃ অসহায় পড়েন তিনি। সংসার কিভাবে চলবে ভেবে পাচ্ছিলেন না।রোজগার বন্ধ হয়ে যাওয়ায় রুটি-রুজি নিয়ে চরম সঙ্কটে পড়েন।স্ত্রী-পুত্রকে নিয়ে তাঁর চিন্তা হয়।তাই স্বনির্ভর হওয়ার পথ করে নিতে অরূপ সিং কৃত্রিম পায়ের ওপরই ভরসা করছেন।তাঁর স্ত্রী সামাজিক এই দায়িত্ববদ্ধতার দরাজ প্রশংসা করছেন।আশা করছেন তাঁর স্বামী নতুন করে জীবন শুরু করতে পারবেন ।

শুধু আরামবাগই নয় আরামবাগের বাইরে থেকেও অনেক মানুষ বেঁচে থাকার রসদ খুঁজে পেতে এই কৃত্রিম হাত-পা নেওয়ার জন্য আসছেন।তাঁরা যেন নতুন জীবন ফিরে পাচ্ছেন।জীবনের রসদ জোগাড় করার জন্য তাঁরা মানবিক প্রয়াসকে প্রশংসাও করছেন।

Related Articles