ক্যানসার আক্রান্ত শিশুদের মনোবল বাড়াতে সচেতনতা বৃদ্ধির অনুষ্ঠান হাওড়ার এক বেসরকারি হাসপাতালে
An awareness raising program to raise the morale of children suffering from cancer in a private hospital in Howrah

Truth Of Bengal: হাওড়া, দেবাশীষ গুছাইত: বর্তমান সময়ে রোগের কোনো বয়স সীমা নেই সেই শিশু হোক বা যুবক। এখন শিশুদের মধ্যেও ক্যানসার দেখা দিচ্ছে । কিন্তু সেই শিশুদের ক্যানসার প্রাথমিক স্টেজে ধরতে পারলে ও সঠিক পরিচর্যা করতে পারলে সেই রোগ নিরাময় করা যাবে।
সমীক্ষায় দেখা গেছে ভারতে প্রতিবছর প্রায় ৫০,০০০ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়। সেপ্টেম্বর মাসটি বিশ্বব্যাপী শিশুদের ক্যান্সার সচেতনতা মাস হিসেবে স্বীকৃত। সময়মতো নির্ণয় এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে নিরাময় হয়ে উঠতে পারে। এই উদ্দেশ্যকে সামনে রেখে শিশুদের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে নারায়ণা হাসপাতাল, হাওড়া, ক্যানকিডস কিডসক্যান-এর সাথে মিলে “ক্যানকেয়ার” ক্যাম্পেইন চালু করতে চলেছে।
এই ক্যাম্পেইনটি আশা, ধৈর্য এবং সচেতনতার প্রতীক হিসেবে কাজ করবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন স্কুলে শিশু, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সচেতন করা হবে। যাতে প্রাথমিক স্টেজ থেকে তাদের চিকিৎসা করানো যায় । মূলত ক্রমাগত বমি, জ্বর হলে না কমা এগুলি শিশুদের এই রোগের লক্ষণ । প্রতি মাসে একবার করে রাজ্যের বিভিন্ন স্কুলে যাওয়া হবে। সোমবার সেই সব ক্যানসার আক্রান্ত শিশুদের মনোবল বাড়াতে তাদের উপহার ও মানসিক বিকাশের সচেতনতা বৃদ্ধি করা হল। পাশাপাশি তাদের অভিভাবকদের সচেতন করা হল এই হাসপাতালে ।
এইঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩০ জন ক্যান্সার আক্রান্ত শিশু যোদ্ধা এবং তাদের অভিভাবকগণ, নারায়ণা হাসপাতাল, হাওড়ার ফ্যাসিলিটি ডিরেক্টর তপানি ঘোষ, হাসপাতালের অনকোলজি দল এবং ক্যানকিডসের প্রতিনিধিরা।