ডোমজুড়ে শুরু হল আর্ট ও লোকশিল্প মেলা
An art and folk craft fair has started across the Domjur

The Truth Of Bengal : ডোমজুড়ে আর্ট ও লোকশিল্প মেলা কমিটির পক্ষ থেকে আয়োজন করা হল হস্তশিল্প মেলা। শুক্রবার এই মেলার শুভ উদ্বোধন করলেন নাট্যকার জাতীয় পুরস্কার প্রাপ্ত অচিন্ত্য দত্ত ও দেবশঙ্কর হালদার । এই মেলা ৪ তম বর্ষে পদার্পণ করেছে । এবং এই মেলা চলবে ৪মার্চ পর্যন্ত ।
এই মেলায় চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী বিভিন্ন রকমের অঙ্কন বিষয়ক প্রতিযোগিতা , বর্নময় সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে । উদ্যোক্তাদের কাছ থেকে জানতে পারা যাচ্ছে চিত্র শিল্পী ও হস্থশিল্পী দের প্রতিভার কুর্নিশ জানাতে ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই মেলা করার প্রধান উদ্দেশ্য ।
এছাড়াও , এই মেলা প্রাঙ্গনে বিভিন্ন শিল্পীদের হাতে তৈরি জিনিস এবং তাদের আঁকা ছবি নিয়ে স্টলে বসেছেন। বহু মানুষ এই মেলায় অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন শিল্পীদের হাতে তৈরি জিনিস দেখছেন অনেকে কিনে নিয়ে যাচ্ছেন ।
Free Access