বজবজে সোনার দোকানে দিনে দুপুরে বন্দুক উঁচিয়ে দুঃসাহসিক ডাকাতি
An adventurous robbery at a busy gold shop in broad daylight

The Truth Of Bengal : বজবজ : জাহেদ মিস্ত্রী : ফের দিনে দুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার বুইতা গ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুর এলাকায় সূর্য জুয়েলার্স নামে একটি সোনার দোকানে। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় বজবজ থানার পুলিশ।
জানা যায়, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার বুইতা গ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুর এলাকায় প্রায় দুপুর পৌনে ১ টা নাগাদ তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দুটি বাইকে করে সূর্য জুয়েলার্সে আসে। এসে দোকানের মালিককে গহনা দেখানোর কথা বলেl এরপর আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৬০ হাজার টাকা ও ৫ ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই তিন দুষ্কৃতী মুখে কালো কাপড় এবং মাথায় হেলমেট পরা অবস্থায় ছিল। দুষ্কৃতীরা নিজেরাই নগদ টাকা এবং সোনার গয়না ব্যাগে ভরে চম্পট দেয়। পালানোর সময় দোকানের মালিক চেঁচালেও সেই সময় রাস্তাঘাটে লোকজন কম থাকায়, বিনা বাধাতেই তিন দুষ্কৃতী বাইক নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছে বজবজ থানার তদন্তকারী আধিকারিকরা। এই মর্মে বজবজ থানায় দোকানের মালিক অরুণ জানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসীদের অভিযোগ, এর আগেও ওই একই জায়গার ঢিল ছোঁড়া দূরত্বে অন্য একটি সোনার দোকানে রাতের বেলায় চুরি হলেও দিনে দুপুরে এমন ঘটনা এই প্রথম। এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরা।