
The Truth Of Bengal : জলপাইগুড়িতে বিপর্যস্ত পরিস্থিতির খোঁজ নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কে ফোন করলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের এক্স হান্ডেলে একটি পোস্ট করে নিজেই সে কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এক্স হ্যান্ডলে বাংলায় বার্তা দিয়েছেন শাহ। লিখেছেন, ‘‘ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, অসম এবং মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীর ভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি।’’ বিপর্যয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংশ্লিষ্ট রাজ্যের বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশেও বার্তা দিয়েছেন শাহ। লিখেছেন, ‘‘বিজেপির সমস্ত কার্যকর্তাদের এই সঙ্কটের সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং তাদের সম্ভাব্য সব রকম সাহায্য করার আবেদন করছি।’’
ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, আসাম এবং মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি।
নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
বিজেপির সমস্ত…
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) April 1, 2024