পরকিয়ার মাঝে ‘কাঁটা’ স্বামীকে হত্যার পরিকল্পনা! ষড়যন্ত্রের জালে জড়িয়ে ‘খুন’ তরুণী
Amidst extramarital affairs, a 'thorny' plan to kill her husband! A young woman is caught in a web of conspiracy and 'murdered'

Truth Of Bengal: প্রেমিকের সঙ্গে মিলে পরিকল্পনা করেছিলেন স্বামীকে হত্যা করবেন। কিন্তু ঘটনা গেল উল্টে। ঘুমন্ত অবস্থায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী! স্ত্রীকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করে সবটা স্বীকার করে স্বামী। সোমবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পৌরসভা এলাকার মহিনগরে এই হাড়হিম ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকালে ঘটনাটি সামনে আসা মাত্রই চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অভিযোগ, সোমবার রাতে প্রিয়াঙ্কার ঘুমিয়ে পড়ার পর তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসা করে সমস্ত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান যে, পরকীয়ার জেরে পরিণতি। ইতিমধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
অভিযুক্ত বাপি গায়েন ক্যানিংয়ের হেরোভাঙা এলাকার বাসিন্দা। আট বছর আগে প্রতিবেশী প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম করে বিয়ে করেন বলে জানা গিয়েছে। বিয়ের পর পার্ক সার্কাসের একটি কারখানায় চাকরি পাওয়ায় স্ত্রীকে নিয়ে সোনারপুরের মহিনগরে একটি বাড়াবাড়িতে থাকতে শুরু করেন। সেখানে প্রতিবেশি ছিলেন সুপ্রকাশ দাস ও তাঁর স্ত্রী। দাবি, সেই সূত্র ধরেই পরকীয়া জড়িয়ে পড়েন প্রিয়াঙ্কা ও সুপ্রকাশ। বিষয়টি বাপি ফেলার কারণে শুরু হয় সাংসারিক অশান্তি।
এরই মাঝে ভাড়াবাড়ি ছেড়ে স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যান সুপ্রকাশ। তবে তাতে পরকীয়ায় কোন বাধা পড়েনি। সুপ্রকাশ ও প্রিয়াঙ্কা মাঝেমধ্যেই ধানমাট এলাকার একটি বাড়িতে গিয়ে সময় কাটাতেন বলে খবর যায় বাপির কানে। এসব শুনে সংসারে চরম অশান্তির সৃষ্টি হয়। এরপর পরকিয়ার মাঝে ‘কাঁটা’ অর্থাৎ বাপি খুন করার পরিকল্পনা করে প্রিয়াঙ্কা ও সুপ্রকাশ। এদিকে এই বিষয়ে প্রিয়াঙ্কা ও সুপ্রকাশের ফোনালাপ শুনে ফেলে বাপি। তারপর নিজেকে বাঁচাতে স্ত্রীকে হত্যা করার সিদ্ধান্ত নেন বাপি। পুলিশের কাছে আত্মসমর্পণ করে এমনটাই জানিয়েছে বাপি।