সীমান্ত উত্তেজনার মাঝে কালীমন্দিরে সেনাদের মঙ্গল কামনায় যজ্ঞ
Amid border tensions, yagna performed at Kali Mandir for the well-being of soldiers

Truth of Bengal: দেশজুড়ে যখন উত্তেজনার আবহ, তখন আলিপুরদুয়ার জেলার হ্যামিলটনগঞ্জ কালীমন্দিরে ভারতীয় সেনা জওয়ানদের মঙ্গল কামনায় আয়োজিত হল বিশেষ যজ্ঞ ও পুজো অনুষ্ঠান। পহেলগাঁও হামলা এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করার মতো গুরুত্বপূর্ণ সেনা অভিযানের পর দেশজুড়ে যে যুদ্ধ-সতর্কতা বিরাজ করছে, তারই প্রেক্ষাপটে এই ধর্মীয় আচার পালন করা হয়।
এই অনুষ্ঠানে শুধু সেনা জওয়ানদের সুস্থতা ও সুরক্ষা কামনা করা হয়নি, পাশাপাশি গুলির লড়াইয়ে শহীদ হওয়া বীর সেনানীদের আত্মার শান্তির জন্যও বিশেষ প্রার্থনা করা হয়। কালিমন্দিরে ভোর থেকেই শুরু হয় পুজো, যজ্ঞ এবং পাঠের আয়োজন। ধূপ, দীপ, মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালচিনির বিধায়ক বিশাল লামা। তিনি বলেন, “পাহেলগামে আমাদের সেনারা যে আত্মবলিদান দিয়েছে, তার যথাযথ জবাব দেওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে চালানো অপারেশন ‘সিঁদুর’ এই সত্যকে প্রমাণ করে। সেনা সবসময় প্রস্তুত, আর আমাদের প্রার্থনা তাঁদের সুরক্ষা এবং শক্তির জন্য।”
স্থানীয় মানুষদেরও পুজোয় অংশগ্রহণ করতে দেখা যায়। তারা জানান, সেনারা সীমান্তে দিনরাত দেশের সুরক্ষায় লড়াই করছেন, তাই তাঁদের জন্য প্রার্থনা আমাদের কর্তব্য। এই পুজো যেন তাঁদের মনোবল আরও বাড়িয়ে তোলে। সার্বিকভাবে এই উদ্যোগ শুধু ধর্মীয় অনুষ্ঠান ছিল না, ছিল জাতীয়তাবোধ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক মর্মস্পর্শী অভিব্যক্তি।