বিজেপি প্রার্থীর ব্যক্তিগত তথ্য প্রকাশের অভিযোগ, দেবাংশুর বিরুদ্ধে কমিশনের দারস্থ বিজেপি
Alleged disclosure of BJP candidate's personal information, BJP seeks commission against Devanshu

The Truth Of Bengal : সামনে লোকসভা নির্বাচন আর তার আগেই নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল। এমতাবস্থায় প্রচারয়ের পারদ যেমন চড়ছে ঠিক তেমনি বাড়ছে আদর্শ আচরন বিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ। এবার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে আদর্শ আচরন বিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনের অভিযোগ জানাল বঙ্গ বিজেপি। সম্প্রতি বসিরহাটের বিজেপি প্রার্থী অভিযোগ করে বলেন, সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন দেবাংশু। গেরুয়া শিবির এই অন্যায়ের প্রতিবাদে দেবাংশুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আরজি জানিয়েছেন কমিশনের কাছে।
রাজনৈতিক বিশেষজ্ঞ সূত্রে খবর, সন্দেশখালি কান্ডকে কেন্দ্র করে বঙ্গ বিজেপি রেখা পাত্রকে প্রার্থী হিসেবে ঘোষণা করতে চেয়েছে। এরপর রেখা পাত্রর পরিচয় জানার পর থেকে তার সম্পর্কে নারাণ তথ্য একে একে প্রকাশ্যে এসেছে। জানা যায়, রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা এবং মাসে মাসে লক্ষীর ভান্ডারের ভাতা ও পান এই বিজেপি প্রার্থী রেখা পাত্র। তমলুকের তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের মিডিয়া সেলের কনভেনার দেবাংশু ভট্টাচার্য গত ২৮ মার্চ সোশ্যাল মিডিয়ায় বিজেপি প্রার্থীর স্বাস্থ্য সাথী কার্ড এর একটি ছবি পোস্ট করেছেন।
এর তীব্র প্রতিবাদ জানিয়ে অমিত মালব্য জানান, “বিজেপি প্রার্থীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করে নিম্নরুচির পরিচয় দিল তৃণমূল। নির্বাচন কমিশন নিশ্চিত করুক যাতে বাংলার মানুষের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে না আসে।” এবার এই ইস্যুকে ঘিরেই সোজা নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি।