রাজ্যের খবর

হাসপাতালে দালাল চক্র! কপালে ভাঁজ নিম্নবিত্তের

patient family alleges of brokerage in malda hospital

Truth Of Bengal:  আবারো সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ। এবারে এই অভিযোগ উঠল মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। রোগীর আত্মীয়দের ভুল বুঝিয়ে রক্ত সহ একাধিক পরীক্ষা করানোর অভিযোগ উঠল এক ব্যাক্তির বিরুদ্ধে। সুশান্ত সিংহ নামে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে ইতিমধ্যেই রোগীর আত্মীয়র পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে।

জানা যায়, মালদহের নয় মাইল এলাকার বাসিন্দা দময়ন্তী মন্ডল তাঁর স্বামীর প্রচন্ড জ্বর হওয়ায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। অ্যাম্বুলেন্স থেকে নেমে হাসপাতালের ভিতরে ঢুকতেই দালাল চক্র ঘিরে ফেলে ওই রোগীর আত্মীয়কে। এরপরই তড়িঘড়ি তাকে ভর্তি করে নেওয়া হয় এবং অবস্থা আশঙ্কাজনক এই বলে একাধিক পরীক্ষার কথা বলা হয়। ওই মহিলা ভাবেন তারা হাসপাতালেরই কর্মী। এই ভেবে তাদের সাথে গিয়ে একটি ল্যাবে তার স্বামীর রক্ত সহ একাধিক পরীক্ষা করান। এর বিনিময়ে ৬৭০ টাকা নেওয়া হয় তার কাছ থেকে। পরে বিষয়টি জানাজানি হতেই চক্ষুচরক গাছ ওই রোগীর আত্মীয়ের। বিষয়টি লিখিত আকারে জানানো হয়। দময়ন্তী মন্ডলের বক্তব্য, হাসপাতালের ভেতরেই এইভাবে দালাল চক্র গজিয়ে উঠলে তাদের মতো গরীব মানুষরা কোথায় যাবে, প্রশাসনে এই বিষয়ে নজর দিক।

এদিকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও দালাল চক্রের অভিযোগ উঠেছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনেই রোগীর আত্মীয়দেরকে বেআইনিভাবে ওষুধ বিক্রির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও বিষয়টি নিরাপত্তা রক্ষীদের নজরে আসতেই ওই ব্যক্তির পেছনে ধাওয়া করতেই ওষুধ ফেলে পালিয়ে যায় সে। তবে দুটো ঘটনাতেই তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী। তিনি বলেন, বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিককে খতিয়ে দেখতে বলেছেন। সংশ্লিষ্ট গ্রামীণ হাসপাতালের রোগীর আত্মীয়রা ছাড়াও বহিরাগতরা প্রবেশ করছে। হাসপাতালের চারিদিকে বাউন্ডারি ওয়াল নেই, যার ফলে অনেকেরই আনাগোনা বেড়েছে।

অন্যদিকে, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ বিক্রির দালাল চক্র প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দু-বার জেলা পুলিশ সুপারের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি বিষয়টি মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে দেখছে।

আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত জানান, ‘তৃণমূলের মদতে এই দালাল চক্রগুলি গজিয়ে উঠছে। সেক্ষেত্রে জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসনকে বলব, অবিলম্বে এই দালাল চক্র বন্ধ হওয়া দরকার’। পাল্টা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ;হাসপাতাল গুলিতে দালাল চক্র গজিয়ে উঠতে দেওয়া যাবে না। আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ রয়েছে এই বিষয়ে।

Related Articles