রাজ্যের খবর
দিঘা যাওয়ার পথে গাড়িতেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২
All over the car on the way to Digha! Dead in a terrible accident 2

The Truth Of Bengal: নদিয়া, মাধব দেবনাথ : দিঘায় যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের দুজনের। আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মর্মান্তিক পথ দুর্ঘটনায় এখন শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
জানা যায়, নদিয়ার চাপড়ার বাদলাঙ্গী গ্রামের জাববর শেখ প্রাইভেট গাড়ি করে তার পরিবারের পাঁচজন মিলে দিঘায় ঘুরতে যাচ্ছিলেন। গভীর রাতে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাছে ১২ নম্বর জাতীয় সড়কে ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কিশোর সহ এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় আরো তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, গতকাল রাতেই জাব্বর শেখ তার বাড়ির প্রাইভেট গাড়ি নিয়ে দিঘার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তবে মৃত্যুর খবর পেয়ে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।