রাজ্যের খবর

আবাস যোজনার বাড়িতে মদের আসর, প্রতিবাদে মাথা ফাটল প্রতিবেশি প্রৌঢ়ের

Alcohol party at Awas Yojana house, elderly neighbor's head cracked in protest

Truth Of Bengal: আবাস যোজনার বাড়িতে মদের আসর থেকে শুরু করে ছেলেমেয়েদের হৈ-হুল্লোড়, আর সঙ্গে রাত জেগে পার্টি। অতিষ্ট হয়ে প্রতিবাদ করার জন্য প্রৌঢ়ের উপর প্রহার, ফাটাল মাথা। স্থানীয় সূত্রে খবর, প্রিতম কর্মকার নামে এক ব্যাক্তি তাঁর আবাস যোজনার বাড়ি ভাড়া দেন পানশালার নর্তকীদের। চুঁচুড়ার আট নম্বর ওয়ার্ড কাপাসডাঙা নিউ জিএস কলোনীর ঘটনা।

সেই বাড়িতে প্রতি রাতে আসর বসে। জরো হয় বহিরাগত যুবকরা। গভীর রাত পর্যন্ত চলে হৈ-হুল্লোড়। এলাকার বাসিন্দাদের অভিযোগ এতে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। গৃহস্থ বাড়িতে সমস্যা হচ্ছে। সোমবার রাতে ওই বাড়ির প্রতিবেশী বাবলু চক্রবর্তী মদ্যপদের এহেন কাজের প্রতিবাদ করায় তাকে মারধোর করা হয় বলে অভিযোগ উঠেছে। এর জেরে মাথা ফাটে প্রৌঢ়ের। তিনি অজ্ঞানও হয়ে যান।

এরপরই এলাকাবাসীরা বেরিয়ে এসে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্মল চক্রবর্তী। আসো চুঁচুড়া থানার পুলিশও। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে যাওয়া হয়। অন্যরা পুলিশ আসার আগেই গা ঢাকা দেয়। ওই ঘরে তখনো সাজানো ছিল মদের গেলাস চানাচুর।

কাউন্সিলর জানান, এই সব অসামাজিক কাজ চলছে তাকে জানানো হয়নি আগে। এদিন তিনি জানতে পেরে সেখানে আসেন। বারে গান করে নাচে এমন মেয়েদের ঘর ভাড়া দেয় এলাকার কিছু লোক বাড়তি পয়সার লোভে। আর সেই বাড়িতে নিত্যদিন পার্টি চলে। মদ খেয়ে মাতলামি গালাগালি চলে। পরিবেশ নষ্ট হয়। আজ সাত আটজন ছিল। তারা মদ খেয়ে হৈ-হুল্লোড় করছিল। পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক।

Related Articles