রাজ্যের খবর

দুর্গাপুরে ইস্পাত কারখানার জন্য জমি অধিগ্রহণ! বস্তিবাসীদের সঙ্গে ধুন্ধুমার আধিকারিকদের

Durgapur Steel Factory

The Truth of Bengal: কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রণালয়ের অধীনস্থ দুর্গাপুর ইস্পাত কারখানা এবং মিশ্র ইস্পাত কারখানার সম্প্রসারণের জন্য গত কয়েক মাস আগে জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি দিয়েছিল কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রণালয়। দুর্গাপুরের ৩২, ৩৩ এবং ৩৪ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রণালয়ের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন হাজার হাজার বস্তিবাসী। কয়েক মাস আগে তাদেরকে জমি ছেড়ে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল ইস্পাত মন্ত্রণালয়। তারপর থেকেই আন্দোলন শুরু করেন বস্তিবাসীরা। পুনর্বাসনের দাবিতে আন্দোলন চলেছে।

বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের কামলা বস্তি সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রণালয়ের জমি অধিকগ্রহণের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করতে আসেন আধিকারিকরা। তারপর শুরু হয় গণ্ডগোল। ভূমি পুজোর প্যান্ডেল ভেঙে দেয় বস্তিবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় শিল্প নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয় বস্তিবাসীর। পরে লাঠিচার্জ শুরু করে সিআইএসএফ। লাঠির আঘাতে আহত হন কয়েকজন বস্তিবাসী।

পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। কমিশনারেটের এসিপি সুমন কুমার জয়সওয়াল জানান, না জানিয়ে ইস্পাত মন্ত্রণালয়ের আধিকারিকরা ভূমি পুজো শুরু করেছিলেন। সেই জন্যই এই ঝামেলার সৃষ্টি হয়েছে। বস্তিবাসীর সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

আন্দোলনের শামিল হন স্থানীয় তৃণমূল নেতা তথা দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব। তিনিও জানিয়েছেন, পুনর্বাসন না দিলে আন্দোলন চালিয়ে যাবেন। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রণালয়ের কাছে উপযুক্ত পুনর্বাসন দাবি করেছেন আন্দোলনকারীরা। সেই আশ্বাস যতক্ষণ না দেওয়া হচ্ছে, ততক্ষণ আন্দোলন চালিয়ে রাখার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Related Articles