লাঠির পর এবার হাতে হকি স্টিক, ফের বিতর্কে দিলীপ
After the stick, this time hockey stick in hand, Dileep is again in controversy

The Truth Of Bengal : এবার হাতে হকি স্টিক নিয়ে প্রচারে নামলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। এর আগে তাঁকে লাঠি-গদা নিয়ে প্রচার করতে দেখা গিয়েছে। প্রচারে কেন তাঁর হাতে লাঠি থাকবে? এই প্রশ্নে দিলীপ বলেছিলেন, লাঠি তাঁদের হাতে মানায়। প্রচ্ছন্ন এই হুমকি নিয়ে বিতর্ক শুরু হয়।
বিরোধীরা বলতে থাকে, লাঠি হাতে প্রচার, তরোয়াল হাতে মিছিল বিজেপির সংস্কৃতি। লাঠি হাতে প্রচারের পর এবার দিলীপের হাতে দেখা গেল হকি স্টিক। ফের বিতর্ক শুরু হতেই সাফাই দিতে দেখা যায় দিলীপকে। কেন তাঁর হাতে হকি স্টিক? এই প্রশ্নের তিনি বলেন, ‘ রাজ্যে খেলাধুলো রসাতলে গিয়েছে।
মোদির আমলে দেশের খেলাধুলোর অনেক উন্নতি হয়েছে। আমরা সেই খেলাকে প্রোমোট করতে চাই।‘ তাই এদিন প্রচারে তাঁর হাতে হকি স্টিক দেখা যায় বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। যা নিয়ে ফের নতুন করে বিতর্ক শুরু হয়েছে।